LPG Price: মাসের শুরুতেই এলো দারুন সুখবর, ১০০ টাকা করে কমলো বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম

মাসের শুরুতে দেশের তেল উৎপাদনকারী সংস্থা গুলির তরফ থেকে উঠে আসছে সুখবর। দেশের বিভিন্ন প্রান্তে কমেছে বাণিজ্যিক LPG গ্যাসের দাম, কোথ প্রতি সিলিন্ডার ১০০ টাকা আবার কোথাও প্রতি সিলিন্ডার ৯৩ টাকা। আগস্ট মাসের পয়লা তারিখে থেকেই লাগু হতে চলেছে এই নতুন দাম।

LPG Price: মাসের শুরুতেই এলো দারুন সুখবর, ১০০ টাকা করে কমলো বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম

বাণিজ্যিক এলপিজি গ্যাসের নতুন দাম

দেশের তেল এবং গ্যাস উৎপাদনকারী সংস্থা গুলি দ্বারা জারি করা নতুন দাম অনুযায়ী কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমে ১৮০২ টাকা ৫০ পয়সা হয়েছে, যা আগে ১৮৯৫ টাকা ৫০ পয়সা ছিল। অন্যদিকে দেশের রাজধানীতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা করে কমেছে।

এবিষয়ে জানা যাচ্ছে যে, দিল্লিতে বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম প্রতি সিলিন্ডার ১৬৮০ টাকা হয়েছে যা আগে ১৭৮০ টাকা ছিল। একই ভাবে দেশের অন্যান্য রাজ্যেও বাণিজ্যিক গ্যাসের দাম ৯০ থেকে ১০০ টাকা করে কমেছে। নতুন দাম অনুযায়ী মুম্বইতে বাণিজ্যিক এলপিজি গ্যাসের ১৭৩৩ থেকে কমে ১৬৪০ টাকা, চেন্নাইতে ১৯৪৫ থেকে কমে ১৮৫২ টাকা। এছাড়া আপনি ইন্ডিয়ান অয়েল পোর্টাল থেকে অন্যান্য শহরের গ্যাসের দাম জানতে পারবেন।

এটাও পড়ুন School Holiday: আবার ৭ দিন বন্ধ থাকবে স্কুল, দেখে নিন আগস্ট মাসের স্কুলের ছুটির তালিকা

ঘরোয়া এলপিজি গ্যাসের দাম

এলপিজি গ্যাসের দাম নিয়ে সুখবর এলেও মধ্যবিত্তের পকেটের চাপ কমলো না। জনিয়েদি যে, তেল সংস্থা গুলি বাণিজ্যিক গ্যাসের দাম কমালেও ঘরোয়া রান্নার গ্যাসের দাম নিয়ে কোনও পরিবর্তন করেনি। গত পয়লা মার্চ শেষ বার ঘরোয়া গ্যাসের দামে পরিবর্তন করা হয়েছিল।

এটাও পড়ুন August Bank Holiday: আগস্ট মাসে অর্ধেক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখি নিন সম্পূর্ণ ছুটির তালিকা

জানিয়ে রাখি যে, বর্তমানে কলকাতায় এটি ভর্তুকিবিহীন ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১১২৯ টাকা। অন্যদিকে দেশের অন্যান্য শহরেও অনেকিটাই এইরকম অবস্থা, দিল্লিতে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১১০৩ টাকা, মুম্বাইতে ১১০২ টাকা এবং চেন্নাইতে ১১১৮ টাকা।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment