গত ২৭ শে জুলাই দেশের প্রায় সাড়ে ৮ কোটি চাষী পেয়েছেন পিএম কিষাণের ১৪ তম কিস্তির ২০০০ টাকা। এখন অপেক্ষা পিএম কিষাণের ১৫ তম কিস্তির, এবিষয়ে বর্তমানে দেশের প্রায় ১০ কোটি চাষী পিএম কিষাণের পরবর্তী কিস্তির অপেক্ষা করছেন। এখন চাষীদের মনে একটি মাত্রই প্রশ্ন পিএম কিষানের পরবর্তী অর্থাৎ ১৫ তম কিস্তি কবে আসবে?
কবে আসবে পিএম কিষাণের পরবর্তী কিস্তি?
PM Kisan প্রকল্পের অন্তর্গত মোদী সরাকর দেশের চাষীদের বছরের তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা প্রদান করেন। ইতিমধ্যেই শেষ হয়েছে এবছরের পিএম কিষাণের দ্বিতীয় কিস্তি বিতরণের পক্রিয়া। মাননীয় প্রধানমন্ত্রী গত ২৭ শে জুলাই দেশের চাষীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছেন প্রায় ১৭ হাজার কোটি টাকা। এখন অপেক্ষা পরবর্তী কিস্তির।
এবিষয়ে কেন্দ্রের তরফে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসলেও বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে পিএম কিষাণের ১৫ তম কিস্তির সম্ভাব্য দিন ক্ষণ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, এবছরের পিএম কিষাণের তৃতীয় অর্থাৎ শেষ কিস্তিটি গত বছরের মতনই অক্টোবর মাসের মাঝা-মাঝি করে আসতে পারে।
জানিয়ে রাখি যে, গত বছরের পিএম কিষাণের তৃতীয় অর্থাৎ শেষ কিস্তিটি ১৭ ই অক্টোবর চাষীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। সেই কারণেই অনেকেই মনে করছেন যে, ওই সময় করেও হয়তো পিএম কিষাণের পরবর্তী কিস্তি পাঠানো হবে।
এটাও পড়ুন LPG Price: মাসের শুরুতেই এলো দারুন সুখবর, ১০০ টাকা করে কমলো বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম
পিএম কিষাণের পরবর্তী কিস্তিতে পাবেন দ্বিগুন টাকা
পিএম কিষাণের ১৫ তম কিস্তিতে দেশের লক্ষ লক্ষ চাষী পাবেন অতিরিক্ত ২০০০ টাকা, অর্থাৎ মোট ৪০০০ টাকা পাবেন চাষীরা। তবে এবিষয়ে জানিয়ে রাখি যে, শুধুমাত্র সেই সকল চাষীরাই দ্বিগুন টাকা পাবেন যারা এবারের ১৪ তম কিস্তির টাকা কোনো কারণ বসত পাননি। এক্ষেত্রে অ্যাকাউন্টে টাকা না আসার অনেক কারণ থাকতে পারে।
পিএম কিষাণের টাকা অ্যাকাউন্টে না আসার পেছনের কারণ
মূলত যেই মূখ্য কারণ গুলির জন্য পিএম কিষাণের টাকা অ্যাকাউন্টে আসে না, সেগুলি হলো, এক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড না লিঙ্ক হয়ে থাকা অথবা পিএম কিষাণে প্রকল্পে e-kyc অসম্পূর্ণ থাকা। এই দুটি সমস্যার সমাধান করার জন্যই সম্প্রতি কেন্দ্রের তরফে ১ লক্ষ ২৫ হাজার পিএম কিষাণ সমৃদ্ধি কেন্দ্র খোলা হবে। এই পিএম কিষাণ সমৃদ্ধি কেন্দ্র থেকে চাহিদার সমস্ত সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।
এটাও পড়ুন School Holiday: আবার ৭ দিন বন্ধ থাকবে স্কুল, দেখে নিন আগস্ট মাসের স্কুলের ছুটির তালিকা
পিএম কিষাণের ১৪ তম কিস্তি পাননি? কি করতে হবে দেখে নিন
পিএম কিষাণের একজন যোগ্য সুবিধাভোগী হওয়ার সত্ত্বেও আপনি যদি পিএম কিষাণের ১৪ তম কিস্তির টাকা না পেয়ে তাহলে আপনি পিএম কিষাণ দফতরে অভিযোগ জানাতে পারেন। এক্ষেত্রে অভিযোগ জানানোর জন্য আপনি এই ইমেলে [email protected] অথবা ১৫৫২৬১ নম্বরে যোগাযোগ করতে পারেন।