বর্তমানে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াই এখন আলোচনার মূখ্য বিষয় হয়ে উঠেছে ঘূর্ণিঝড়। এবিষয়ে আপনি হয়তো ইতিমধ্যেই খবর পেয়েছেন যে, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে। তবে বর্তমানে এই ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে? গতি কত থাকবে? তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে এই ঘূর্ণিঝড়ের বাংলা নাম কি? মোচা, মোকা না মোখা কোনটি?
আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে চলেছে তার ইংরেজি নাম হচ্ছে Mocha, যা সরাসরি বাংলায় উচ্চারণ করলে হয় মোচা। তবে এক্ষেত্রে ব্যাপারটা অতটাও সহজ নয়। অন্যদিক থেকে দেখতে গেলে এই ঘূর্ণিঝড়টির বাংলা নাম মোকা অথবা মোখা হতে পারে।
এক্ষেত্রে আপনাকে ঘূর্ণিঝড়টির বাংলা নাম জানার আগে জানতে হবে যে, এর ইংরেজি নামটি কোথা থেকে এসেছে। এপ্রসঙ্গে জানিয়েদি যে, এই ঘূর্ণিঝড়টির নাম ইয়েমেনের Mocha নামক একটি বন্দরের নামে রাখা হয়েছে। তবে এই নামটি ইয়েমেনের ভাষায় উচ্চারণ করলে হয় মোকা। এদিক থেকে দেখতে গেলে আসন্ন ঘূর্ণিঝড়টির নাম মোকা।
এটাও পড়ুন PMJJBY Annual Premium: ব্যাঙ্ক থেকে কেটে নেওয়া হতে পারে ৪৩৬ টাকা, জেনে নিন কীভাবে বাঁচাবেন এই টাকা
ঘূর্ণিঝড়টির বিষয়ে জানিয়ে রাখি যে, ভারতীয় আবহাওয়া বিভাগ অনুযায়ী ৬ই মে, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সবারপ্রথমে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। ওই ঘূর্ণাবর্তটির প্রভাবে ৭ই মে, রবিবার এবং ৮ই মে সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যা পরে আরও শক্তি সংগ্রহ করে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তরের দিকে এগোবে।
এটাও পড়ুন Cyclone Mocha Date: কবে আসছে ঘূর্ণিঝড় মোচা? দেখে নিন কি জানাচ্ছে আবহাওয়া দফতর
এক্ষেত্রে বুধবার ভারতীয় আবহাওয়া বিভাগ থেকে ইতমধ্যেই সতর্কতা জারি করে ৭ই মে, রবিবার থেকে মৎস্যজীবী, ছোট জাহাজ, নৌকা এবং ট্রলারদের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় না যাওয়া পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যারা বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আছে তাদেরকে ৭ তারিখের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
এটাও পড়ুন WB Weather Conditions: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা, তবে তার আগে রাজ্যে ফের পারদ ছুঁবে ৪০ ডিগ্রি
তবে আন্তর্জাতিক সংস্থা Windy-র আবহাওয়া মডেল অনুযায়ী এই যাত্রায় পশ্চিমবঙ্গবাসী রক্ষা পেতে পারে। এবিষয়ে সংস্থার আবহাওয়া মডেল অনুযায়ী ঘূর্ণিঝড়টি সম্ভবত বাংলাদেশ ও মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানা যাচ্ছে।
এগুলো পড়ুন
Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোচা কি আসছে? আসলেও কোথায় আছড়ে পড়তে পারে এই ঝড়
Summer Vacation Objection: গ্রীষ্মের ছুটি বাতিল, নাকি অনলাইন ক্লাস? কি জানাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
Summer Vacation Cancelled: গ্রীষ্মের ছুটি শুরু হতে না হতেই নতুন দাবি, আবার খুলতে চলেছে স্কুল?
Nabanna Scholarship: মাধ্যমিক পাস করলেই প্রতিবছর ১০০০০ টাকা, দেখে নিন কীভাবে আবেদন করবেন