গত কয়েকদিন ধরেই ঘূর্ণিঝড় মোকার আতঙ্কে রয়েছে বঙ্গবাসী। তবে এবার মনে হচ্ছে ঘূর্ণিঝড় মোকার হাত থেকে রক্ষা পেতে চলেছে পশ্চিমবঙ্গ। অন্তত এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা Windy -র আবহাওয়া মডেল।

এবিষয়ে আন্তর্জাতিক সংস্থার আবহাওয়া মডেল থেকে জানা যাচ্ছে যে, আগামী সপ্তাহে আসন্ন ঘূর্ণিঝড় মোকা পশ্চিমবঙ্গের দিকে আসছে না। তাহলে কোথায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়? কি জানাচ্ছে সংস্থা এবিষয়ে? আসুন জেনেনি।
আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা Windy -র আবহাওয়া মডেল অনুযায়ী আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে, ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে চলেছে তা পশ্চিমবঙ্গ, ওড়িশা অথবা বাংলাদেশের দিকে না গিয়ে মায়ানমার দেশের উপকূলে আছড়ে পড়তে চলেছে। এক্ষেত্রে এই ঘূর্ণিঝড়টির আংশিক প্রভাব বাংলাদেশও পড়তে পারে বলে জানাচ্ছে সংস্থা।
এটাও পড়ুন Cyclone Mocha In Bengali: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, তবে এর আসল নাম কি? মোচা না মোকা!
তবে এবিষয়ে ভারতীয় আবহাওয়া বিভাগ থেকে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে তা নিয়ে কোনও স্পষ্ট তথ্য জারি করা হয়নি। ভারতীয় আবহাওয়া বিভাগ জানানো হয়েছে যে, আগামী কাল অর্থাৎ শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। যার প্রভাবে পরবর্তী ৪৮ ঘন্টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে। যা পরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিবে এবং উত্তরের দিকে এগোবে।
এটাও পড়ুন PMJJBY Annual Premium: ব্যাঙ্ক থেকে কেটে নেওয়া হতে পারে ৪৩৬ টাকা, জেনে নিন কীভাবে বাঁচাবেন এই টাকা
এবিষয়ে ভারতীয় আবহাওয়া বিভাগের প্রধান অধিকর্তা ডাঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান যে, যতক্ষণ না পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে ততক্ষন এর পথ এবং কোথায় আছড়ে পড়বে তা স্পষ্ট রূপে জানানো সম্ভব নয়। খুব সম্ভবতো ৭ই মে, রবিবার এবিষয়ে স্পষ্ট তথ্য চলে আসবে বলে জানা যাচ্ছে।
এটাও পড়ুন Cyclone Mocha Date: কবে আসছে ঘূর্ণিঝড় মোচা? দেখে নিন কি জানাচ্ছে আবহাওয়া দফতর
তবে এবিষয়ে ভারতীয় আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করে ৭ই মে, রবিবার থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় না যাওয়া পরামর্শ দিয়েছে। আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে যে, রবিবার থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আবহাওয়ার পরিস্থিতি অশান্ত হয়ে যাবে। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে।
এগুলো পড়ুন
WB Weather Conditions: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা, তবে তার আগে রাজ্যে ফের পারদ ছুঁবে ৪০ ডিগ্রি
Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোচা কি আসছে? আসলেও কোথায় আছড়ে পড়তে পারে এই ঝড়
Summer Vacation Objection: গ্রীষ্মের ছুটি বাতিল, নাকি অনলাইন ক্লাস? কি জানাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
Summer Vacation Cancelled: গ্রীষ্মের ছুটি শুরু হতে না হতেই নতুন দাবি, আবার খুলতে চলেছে স্কুল?