WB Weather Conditions: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা, তবে তার আগে রাজ্যে ফের পারদ ছুঁবে ৪০ ডিগ্রি

বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। এবিষয়ে ভারতীয় আবহাওয়া বিভাগ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি করে দেওয়া হয়েছে। সম্ভবত আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে রূপ নিতে চলেছে ঘূর্ণিঝড় মোচা। তবে তার আগে পশ্চিমবঙ্গে ফের বাড়তে চলেছে তাপমাত্রা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা, তবে তার আগে রাজ্যে ফের পারদ ছুঁবে ৪০ ডিগ্রি

এবিষয়ে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে যে, ঘূর্ণিঝড় মোচা আসার আগে পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতা সহ দক্ষিণের জেলা গুলিতে তাপমাত্রা আবার ৪০ এর সীমা পার করতে পারে। এদিন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান যে, শুক্রবারের পর থেকে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা চড়তে শুরু করবে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, আগামী ২ দিন উত্তর-দক্ষিণ দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইবে। তবে ৫ই মে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং ৬ই মে শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

এটাও পড়ুন Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোচা কি আসছে? আসলেও কোথায় আছড়ে পড়তে পারে এই ঝড়

অন্যদিকে ঘূর্ণিঝড় মোচাও এখন দোরগোড়ায় অপেক্ষা করছে। ভারতীয় আবহাওয়া বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৬ই মে থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। তারপর ৭-৮ তারিখ করে এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিয়ে উত্তরের দিকে অর্থাৎ ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলের দিকে এগোবে।

এটাও পড়ুন Summer Vacation Objection: গ্রীষ্মের ছুটি বাতিল, নাকি অনলাইন ক্লাস? কি জানাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

এবিষয়ে আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে যে, উক্ত নিম্নচাপটি উপকূলের দিকে এগিয়ে আসার সময় শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এক্ষেত্রে ঘূর্ণিঝড় মোচা উত্তরের দিকে এগিয়ে খুব সম্ভবত ওড়িশা এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে।

এটাও পড়ুন Summer Vacation Cancelled: গ্রীষ্মের ছুটি শুরু হতে না হতেই নতুন দাবি, আবার খুলতে চলেছে স্কুল?

তবে ঘূর্ণিঝড় মোচা নির্দিষ্ট কোথায় আঘাত করবে? ক্ষয়ক্ষতি কত হবে? গতিবেগ কত থাকবে? সে সম্পর্কে আবহাওয়া বিভাগ থেকে এখন পর্যন্ত কোনও তথ্য জারি করা হয়নি। এবিষয়ে জানানো হয়েছে যে, আগামী ৭ই মে অর্থাৎ যখন ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিবে তখনই এর গতি এবং পথ সম্পর্কে স্পষ্ট জানা যাবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment