বর্তমানে ঘূর্ণিঝড় মোচা আসবে কি, আসবে না তা এখন অনেকটাই স্পষ্ট হয়েছে। এবিষয়ে এতদিন পর্যন্ত শুধুমাত্র আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলি ঘূর্ণিঝড় মোচার পূর্বাভাস জারি করেছিল। তবে গত ২রা মে, মঙ্গলবার ভারতীয় আবহাওয়া বিভাগ থেকেও ঘূর্ণিঝড় মোচার পূর্বাভাস জারি করা হয়েছে।
এবিষয়ে ভারতীয় আবহাওয়া বিভাগ থেকে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে। এবিষয়ে আজ অর্থাৎ বুধবার ভারতীয় আবহাওয়া বিভাগের একটি সাংবাদিক বৈঠকে ঘূর্ণিঝড় মোচার সম্পর্কে অফিসিয়ালি পূর্বাভাস জারি করা হয়।
এদিন ভারতীয় আবহাওয়া বিভাগের প্রধান অধিকর্তা ডাঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র সাংবাদিকদের জানান যে, আগামী ৬ই মে, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে ৭ই মে, রবিবার এবং ৮ই মে সোমবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হবে।
এটাও পড়ুন WB Weather Conditions: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা, তবে তার আগে রাজ্যে ফের পারদ ছুঁবে ৪০ ডিগ্রি
ডাঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান যে, আবহাওয়ার মডেল অনুযায়ী ওই নিম্নচাপটি সৃষ্টি হয়ে উত্তরের দিকে অর্থাৎ উপকূলের দিকে এগোবে। নিম্নচাপটি উত্তরের দিকে এগোনোর সময় ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এরপর ঘূর্ণিঝড়টি ওড়িশা, পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে।
এটাও পড়ুন Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোচা কি আসছে? আসলেও কোথায় আছড়ে পড়তে পারে এই ঝড়
এবিষয়ে ভারতীয় আবহাওয়া বিভাগের তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবী, ছোট জাহাজ, নৌকা এবং ট্রলার ইত্যাদি নিয়ে ৭ই মে, রবিবার থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় না যাওয়া পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যারা বর্তমানে সমুদ্রে আছে তাদেরকে রবিবারের মধ্যে উপকূলে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।
এটাও পড়ুন Summer Vacation Objection: গ্রীষ্মের ছুটি বাতিল, নাকি অনলাইন ক্লাস? কি জানাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
জানা যাচ্ছে যে, ৭ তারিখ থেকে বঙ্গোপসাগরে আবহাওয়ার পরিস্থিতিতে অবনতি আসবে। সমুদ্রে ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে এই ঘূর্ণিঝড়টি উপকূলের নির্দিষ্ট কোন জায়গায় আঘাত করবে সে সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। ৭ তারিখ নিম্নচাপ সৃষ্টি হওয়ার পরেই এবিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাবে।
এগুলো পড়ুন
Summer Vacation Cancelled: গ্রীষ্মের ছুটি শুরু হতে না হতেই নতুন দাবি, আবার খুলতে চলেছে স্কুল?
Nabanna Scholarship: মাধ্যমিক পাস করলেই প্রতিবছর ১০০০০ টাকা, দেখে নিন কীভাবে আবেদন করবেন
Aadhaar Card Update: আধার কার্ড ১০ বছর আগের নাহলেও করতে হবে আপডেট, দেখে নিন কেন এবং কীভাবে
Govt Bans Apps: কেন্দ্রের নির্দেশে আবার বন্ধ হলো ১৪টি মোবাইল অ্যাপ, আপনার ফোনেও আছে নাকি দেখে নিন!