সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে চাকরির দারুন সুযোগ। সারা দেশ জুড়ে এপ্রেন্টিস (শিক্ষানবিশ) এর পদে নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। উক্ত পদে আবেদন করার যোগ্যতা, বেতন, বয়সসীমা ইত্যাদি সম্পর্কিত তথ্য জানতে এই প্রতিবেদন পড়তে থাকুন।
সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসিয়াল পোর্টাল থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করে। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী এপ্রেন্টিস এর ৫০০০ টি পদে নিয়োগ হচ্ছে। এই ৫০০০ পদের মধ্যে পশ্চিমবঙ্গে মোট ৩৬২ টি শুন্য পদে নিয়োগ হবে। আবেদন করার যোগ্যতা, বেতন, বয়সসীমা নিম্নরূপ।
দ্বাদশ শ্রেণীর পরীক্ষার টপারদের ১ লক্ষ টাকা ও ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্যের সরকার।
আবেদন করার যোগ্যতা: সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীকে কেন্দ্র বা রাজ্য সরকার দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাস হতে হবে। এছাড়া পার্থীকে ভারতের নাগরিক হতে হবে। তবে নেপাল, ভুটানের প্রার্থীরাও এক্ষেত্রে আবদেন করতে পারবে।
বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীর বয়স ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে এক্ষেত্রে SC/ST/OBC ও অন্যান্য বিশেষ শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের উর্ধ সীমায় সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।
২৫,০০০ টাকার বেতনে রাজ্যে সরকারি চাকরির সুযোগ, রাজ্যের কৃষি দফতরে একাধিক পদে নিয়োগ চলছে।
আবদেন করার পদ্ধতি: উক্ত পদে আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা নিম্নের লিংক থেকে আবেদন করতে পারবে। এবিষয়ে অনলাইনে আবেদন পক্রিয়া গত ১৯শে মার্চ থেকে শুরু হয়ে গেছে যা আগামী ৩রা এপ্রিল পর্যন্ত চলবে।
আবদেন করার লিংক: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6412cbf5977ed17c321d25e2
অফিসিয়াল বিজ্ঞপ্তি: https://www.centralbankofindia.co.in/sites/default/files/Apprentice%20Notification%20.pdf
এবিষয়ে জানিয়েদি যে, আবদেন করার জন্য জেনারেল শ্রেণীর প্রার্থীদের ৮০০ টাকা ফি দিতে হবে। তবে SC/ST এবং মহিলা প্রার্থীদের এক্ষেত্রে ৬০০ টাকা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ৪০০ টাকা ফি দিতে হবে।
👉 Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিম থেকে পেয়ে যান ৫০ লক্ষ টাকা পর্যন্তের আর্থিক সুবিধা।