রাজ্য়ের কৃষি দফতরে চাকরির দারুন সুযোগ। ২৫ হাজার টাকার বেতনে একাধিক পদে নিয়োগ করতে চলেছে রাজ্য়ের কৃষি দফতর। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য়ের কৃষি দফতর বিভিন্ন পদের মোট ১৩ টি শুন্য পদে কর্মচারী নিয়োগ করবে বলে জানিয়েছে। আগ্রহী ব্যক্তিরা এবিষয়ে আবদেন করার পদ্ধতি, যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি জানতে এই প্রতিবেদনটি পড়তে থাকুন।
প্রসঙ্গত গত ১৫ই মার্চ রাজ্য়ের কৃষি দফতর একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করা। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী টেকনিক্যাল এক্সপার্ট, ডাটা এন্ট্রি অপারেটর, WDT (Engineering), WDT (Livelihood), WDT (Social Welfare), WDT (Micro Enterprises) পদে নিয়োগ হবে বলে জানাযাচ্ছে। উক্ত পদ গুলিতে আবদেন করার যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং খালি পদের সংখ্যা সম্পর্কিত তথ্য নিম্নরূপ।
টেকনিক্যাল এক্সপার্ট: কৃষি দফতর দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী টেকনিক্যাল এক্সপার্ট এর ১ টি পদে নিয়োগ হবে। এই পদে আবেদন করার জন্য আবদেনকারী প্রার্থীর কাছে এগ্রিকালচার/হর্টিকালচার/এনিম্যাল হাসবেন্ড্রী/ফরেস্ট্রি বিষিয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। তবে প্রার্থীর কাছে যদি ২-৩ তিন বছরের অভিজ্ঞতা থাকে এবং কম্পিউটার স্কিল থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
এই পদে আবদেন করার জন্য প্রার্থীর বয়স ১লা জানুযায়ী ২০২৩ অনুযায়ী ৬৫ বছরের বেশি হওয়া যাবে না। কৃষি দফতর টেকনিক্যাল এক্সপার্ট পদের মাসিক বেতন ২৫,০০০ টাকা নির্ধারিত করছে।
ডাটা এন্ট্রি অপারেটর: কৃষি দফতরের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য আবদেনকারী প্রার্থীকে গ্র্যাজুয়েট হতে হবে। এর পাশাপাশি প্রার্থীর কাছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন, কম্পিউটার সফ্টওয়্যার সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে। জানিয়েদি যে ডাটা এন্ট্রি অপারেটরের ১ টি পদে নিয়োগ করা হবে।
এই পদে আবদেন করার জন্য প্রার্থীর বয়স ১লা জানুযায়ী ২০২৩ অনুযায়ী ৬৫ বছরের বেশি হওয়া যাবে না। কৃষি দফতর ডাটা এন্ট্রি অপারেটর পদের মাসিক বেতন ৭৫০০ টাকা নির্ধারিত করছে।
WDT (Engineering): কৃষি দফতরের এই পদে মোট ৫টি খালি পদে নিয়োগ হচ্ছে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর কাছে সিভিল ইঞ্জিনিয়ারিং/এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/হাইড্রোলজি বিষয়ে ডিগ্রি থাকতে হবে অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে। এই পদে আবদেন করার জন্য প্রার্থীর বয়স ১লা জানুযায়ী ২০২৩ অনুযায়ী ৬৫ বছরের বেশি হওয়া যাবে না। কৃষি দফতর ডাটা এন্ট্রি অপারেটর পদের মাসিক বেতন ১০,০০০ টাকা নির্ধারিত করছে।
WDT (Livelihood): এই পদের ১ টি শুন্য পদে নিয়োগ হচ্ছে। এক্ষেত্রে আবদেন করার জন্য প্রার্থীকে এগ্রিকালচার/ফরেস্ট্রি/প্লান্ট সাইন্স/এনিম্যাল সাইন্স বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। এক্ষেত্রে প্রার্থীর বয়স ৬৫ বছরের বেশি হওয়া যাবে না এবং মাসিক বেতন ১০,০০০ টাকা নির্ধারিত করা হয়েছে।
WDT (Social Welfare): এই পদের ২ টি শুন্য পদে নিয়োগ চলছে। এক্ষেত্রে আবদেন করার জন্য প্রার্থীকে পল্লী উন্নয়ন/সমাজ কল্যাণ/সামাজিক বিজ্ঞান/কৃষি অর্থনীতি বিষয়েতে ডিগ্রিধরি হতে হবে। এক্ষেত্রে প্রার্থীর বয়স ৬৫ বছরের বেশি হওয়া যাবে না এবং মাসিক বেতন ১০,০০০ টাকা নির্ধারিত করা হয়েছে।
WDT (Micro Enterprises): কৃষি দফতরের এই পদের ৩ টি শুন্য পদে নিয়োগ চলছে। এক্ষেত্রে আবদেন করার জন্য প্রার্থীকে বাণিজ্য/অর্থনীতি/গ্রামীণ ব্যবস্থাপনায় স্নাতক হতে হবে। এক্ষেত্রে প্রার্থীর বয়স ৬৫ বছরের বেশি হওয়া যাবে না এবং মাসিক বেতন ১০,০০০ টাকা নির্ধারিত করা হয়েছে।
উক্ত পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক যোগ্য ব্যক্তিরা https://purulia.nic.in or https://purulia.gov.in পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদন পক্রিয়া গত ১৭ই মার্চ থেকে শুরু হয়ে গেছে যা আগামী ৩০শে মার্চ বিকাল ৫ টা পর্যন্ত চলবে। এবিষয়ে অতিরিক্ত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি (https://cdn.s3waas.gov.in/s343ec517d68b6edd3015b3edc9a11367b/uploads/2023/03/2023031623.pdf) দেখুন।
👉 Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিম থেকে পেয়ে যান ৫০ লক্ষ টাকা পর্যন্তের আর্থিক সুবিধা।
👉 গ্রাজুয়েশন নিয়ে নতুন নিয়ম চালু হতে চলেছে রাজ্যে, এখন গ্রাজুয়েশন করতে লাগবে ৪ বছর।