SBI Recruitment 2023: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই চাকরির দারুন সুযোগ, শুধু ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ হবে একাধিক পদে।

অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির দারুন সুযোগ। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের অফিসিয়াল পোর্টাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সাপোর্ট অফিসারের মোট ৯ টি শুন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

SBI Recruitment 2023 for Support Officer

প্রসঙ্গত গত ১৮ই মার্চ দেশের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের জন্য সাপোর্ট অফিসার পদে অস্থায়ী চাকরির বিজ্ঞপ্তি জারি করে। এই পদে আবদেন করার যোগ্যতা, বেতন, বয়সসীমা ইত্যাদি সম্পর্কিত তথ্য নিম্নরূপ।

SAIL Recruitment 2023: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সংস্থায় ২৫০০০ টাকার বেতনে চাকরির সুযোগ, শুধু দিতে হবে ইন্টারভিউ।

আবদেন করার যোগ্যতা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাপোর্ট অফিসারের পদে আবদেন করার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জানিয়েছে যে, সাপোর্ট অফিসারের এই চাকরিটি অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের জন্য তাই এক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।

তবে যেই প্রার্থীরা আগে CMPOC তে কাজ করেছে তাদের অগ্রধিকার দেওয়া হবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

বয়সসীমা: সাপোর্ট অফিসারের পদে আবদেন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ই মার্চ ২০২৩ অনুযায়ী ৬৩ বছরের বেশি হওয়া যাবে না।

IndiGo Recruitment 2023: বিমান সংস্থা IndiGo তে চাকরির সুযোগ। ফেসবুক, ইনস্টাগ্রাম চালানোর কাজে নিয়োগ করছে ইন্ডিগো।

বেতন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাপোর্ট অফিসারের চাকরির জন্য মাসিক বেতন ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা নির্ধারিত করেছে। আরো জানিয়ে রাখি যে সাপোর্ট অফিসারের পদে প্রার্থীদের অস্থায়ী ভাবে ১ বছরের জন্য নিয়োগ করা হবে। তবে পরে সংস্থা চাকরির মেয়াদ ৩ বছর পর্যন্ত বাড়াতে পারে। এবিষয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে বর্তমানে সম্ভবতঃ প্রার্থীদের ২ বছরের জন্য নিয়োগ করা হবে।

CRPF Recruitment 2023: ৯২১২ টি শুন্য পদে CRPF এ নিয়োগ চলছে, দেখেনিন আবেদন করার যোগ্যতা ও পদ্ধতি।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাপোর্ট অফিসারের পদে আবদেন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers পোর্টাল থেকে আগামী ১লা এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবে। এবিষয়ে অতিরিক্ত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি (https://sbi.co.in/documents/77530/25386736/180323-Advertisement+of+Support+Officer+CMPOC.pdf/b22f48fd-e79b-6c8e-4909-d505481bb0c2?t=1679139514309) পড়ুন।

👉 Aadhaar Card Update: বাড়িতে বসে আধার কার্ডে কী কী পরিবর্তন করতে পারবেন এবং কিভাবে পরিবর্তন করবেন দেখেনিন।

👉 Aadhaar Card Verification: সরকারি প্রকল্প গুলির সুবিধা নেওয়ার জন্য আপনার আধার কার্ডটি বৈধ কিনা তা যাচাই করে নিন, নাহোলেই পরতে হবে সমস্যায়।

👉 Delhi High Court Recruitment: গ্র্যাজুয়েশন পাস প্রার্থীদের জন্য দিল্লি হাইকোর্টে চাকরির দারুন সুযোগ, জেনে নিন আবেদন করার পদ্ধতি ও যোগ্যতা।

👉 Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিম থেকে পেয়ে যান ৫০ লক্ষ টাকা পর্যন্তের আর্থিক সুবিধা।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment