বর্তমানে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ও ব্যাঙ্ক পর্যন্ত সর্বত্রই আলোচনা মুখ্য বিষয় হয়ে উঠেছে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক। এবিষয়ে আপনি হয়তো ইতিমধ্যেই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে ফেলেছেন। তবে আপনি কি নিশ্চিত যে আপনার প্যান কার্ড আধার কার্ড সঠিক ভাবে লিঙ্ক হয়েছে। কারণ এই কাজটি সঠিক ভাবে না হলে আপনাকে পরতে হবে বিরাট সমস্যায়। তাই শেষ বারের মতো একবার যাচাই করে নিন প্যান কার্ড আধার কার্ড সঠিক ভাবে লিঙ্ক হয়েছে কিনা।
আগামী ৩১শে মার্চ প্যান আধার লিঙ্ক করার শেষ দিন, অর্থাৎ হাতে আর প্রায় ১ সপ্তাহের মতো সময় আছে। তাই অতি শীঘ্রই এই কাজটা সেরে নেওয়া উচিত। কিন্তু প্যান আধার লিঙ্ক করেছেন কিনা ভুলে গেছেন অথবা আপনি হয়তো ইতিমধ্যেই প্যান আধার লিঙ্ক করেছেন কিন্তু জানেন না যে কাজটি সম্পূর্ণ হয়েছে নাকি। তাহলে শেষ বারের মতো একবার যাচাই করে নিন প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা।
প্যান আধার লিঙ্ক হয়েছে কিনা যাচাই করার জন্য আপনাকে সবার প্রথমে আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টাল https://www.incometax.gov.in/iec/foportal/ এ যেতে হবে।
আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টালে গিয়ে Quick Links এর অন্তর্গত Link Aadhaar Status এ ক্লিক করতে হবে।
২৪ মার্চের মধ্যে করতে হবে এই কাজ, নাহোলেই বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
Link Aadhaar Status এ ক্লিক করার পর আপনার স্ক্রিনে একটি ফর্ম আসবে। উক্ত ফর্মে আপনার প্যান নম্বর ও আধার নম্বর দিয়ে Validate বাটনে ক্লিক করতে হবে।
Validate বাটনে ক্লিক করলেই আপনাকে দেখিয়ে দিবে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা।
এক্ষেত্রে আপনার প্যান কার্ড যদি আধার কার্ডের সঙ্গে না লিঙ্ক দেখাই তাহলে আপনাকে অতি শীঘ্রই প্যান আধার লিঙ্ক করতে হবে। নাহলে ১লা এপ্রিল থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এক্ষেত্রে আপনি আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টাল থেকেই ১০০০ টাকা ফি দিয়ে আপনার প্যান আধার লিঙ্ক করতে পারেন।
👉 দ্বাদশ শ্রেণীর পরীক্ষার টপারদের ১ লক্ষ টাকা ও ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্যের সরকার।
👉 ২৫,০০০ টাকার বেতনে রাজ্যে সরকারি চাকরির সুযোগ, রাজ্যের কৃষি দফতরে একাধিক পদে নিয়োগ চলছে।