School Holiday: আবার ৭ দিন বন্ধ থাকবে স্কুল, দেখে নিন আগস্ট মাসের স্কুলের ছুটির তালিকা

এবছর ছুটি ছুটি করেই কেটে গেলে ৭ মাসগরমের ছুটি, ভোটের ছুটি সহ অন্যান্য ছুটি মিলিয়ে হিসাব করে দেখতে গেলে পাবেন যে, এবছর ৭ মাসের মধ্যে প্রায় ৩ মাস তো পড়ুয়াদের ছুটিতেই কেটে গেছে। এত ছুটির সত্ত্বেও এখনো এবছরের ছুটির অধ্যায় শেষ হয়নি। আগস্ট মাসেও লেগে থাকবে ছুটি।

School Holiday: আবার ৭ দিন বন্ধ থাকবে স্কুল, দেখে নিন আগস্ট মাসের স্কুলের ছুটির তালিকা

এবিষয়ে আপনাদের জানিয়েদি যে, আগস্ট মাসে স্বাধীনতা দিবসের ছুটি থেকে শুরু করে রাখি পূর্ণিমার ছুটি সহ অন্যান্য ছুটি মিলিয়ে পড়ুয়ারা মোট ৭ দিন ছুটি পাবে। এই সাত দিনের মধ্যে রবিবার ধরা হয়েছে। আসুন জেনেনি আগস্ট মাসে কবে কবে স্কুল বন্ধ থাকবে।

রাজ্য শিক্ষা দফতর দ্বারা জারি করা আগস্ট মাসের ছুটির তালিকা অনুযায়ী এ মাসে ৬ তারিখ, ১৩ তারিখ, ২০ তারিখ এবং ২৭ তারিখ রবিবারের কারণে স্কুলে ছুটি থাকবে। অন্যদিকে ১৫ ই আগস্ট, মঙ্গলবার স্বাধীনতা দিবসের ছুটি। যদিও এদিন স্কুল খোলা হয়, স্বাধীনতা দিবসের দিনটা ছুটির দিন হিসাবেই ধরা হয়। কারণ সকাল বেলায় পতাকা উত্তোলনের পর পড়ুয়াদের দিনটা ছুটিতেই কাটে।

এরপর ২০ শে আগস্ট রয়েছে গণেশ চতুর্থী, তবে এই এই দিনটা রবিবার হওয়ার কারণে কোনো অতিরিক্ত ছুটি থাকছে না। এরপর ২৯ শে আগস্ট ওনাম উপলক্ষে রাজ্যের স্কুল গুলিতে ছুটি থাকবে। এবং সবার শেষে ৩০ শে আগস্ট রাখি পূর্ণিমার ছুটি পাবে পড়ুয়ারা। অর্থাৎ সব মিলিয়ে এই মাসে ছাত্র-ছাত্রীরা মোট ৭ দিন ছুটি পাবে।

এটাও পড়ুন PM Kisan: পাশে রাখুন এই ডকুমেন্ট গুলি, এই মাসেই আসবে পিএম কিষানের ২০০০ টাকা

এই ছুটি গুলির কারণে বেশ আনন্দেই আছে পড়ুয়ারা, তবে চিন্তার ভাঁজ পড়েছে অভিভাবক থেকে শুরু করে রাজ্যের শিক্ষা মহলের এক অংশের কপালে। গত কয়েক বছরের করোনা কালে তো এমনিতেই ব্যাপক ভাবে আঘাত পেয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা। তারওপর এবছরের অতিরিক্ত ছুটি আরও আঘাত করছে রাজ্যের শিক্ষা ব্যাবস্থাকে।

প্রথমত দীর্ঘ গরমের ছুটি তারপর ভোটের ছুটি, জানিয়ে রাখি যে, সাম্প্ৰতিক পঞ্চায়েত ভোটের কারণে রাজ্যের বেশকিছু স্কুল সপ্তাহ খানেকের জন্য বন্ধ ছিল। মূলত কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প স্কুলে করার জন্যই এমন পরিস্থিতি হয়েছিল। গরম এবং ভোটের ছুটি কাটিয়েও শেষ হয়নি এবছরের ছুটি অধ্যায়।

এখনো বাকি রয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দূর্গা পূজার ছুটি। আগামী অক্টোবর মাস থেকে দূর্গা পূজা উপলক্ষে আবার মাস খানেকের জন্য বন্ধ থাকবে রাজ্যের বেশিরভাগ স্কুল।

এটাও পড়ুন August Bank Holiday: আগস্ট মাসে অর্ধেক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখি নিন সম্পূর্ণ ছুটির তালিকা

এই ছুটির কারণে এবছর সবথেকে বেশি অসুবিধাই পড়তে চলেছে ২০২৪ এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা। কারণ সামনের বছর মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রায় এক মাস করে এগিয়ে আসছে। হিসাব করে দেখতে গেলে পরীক্ষার্থীদের হাতে আর ৩-৪ মাসের মতনই সময় রয়েছে। এমন পরিস্থিতিতে মুশকিল হয়ে উঠছে পরীক্ষার্থীদের সিলেবাস সারা।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment