WB Summer Vacation: সোমবার থেকে শুরু হচ্ছে স্কুল-কলেজ, দেখে নিন আবার কবে থেকে ছুটি পড়বে

দাবদাহ এবং তাপপ্রবাহের কারণে টানা এক সপ্তাহের ছুটির পর কাল থেকে খুলছে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান। প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র তাপপ্রবাহ কথা মাথায় রেখে ১৭ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য রাজ্যের সমস্ত সরকারি স্কুল-কলেজ বন্ধ করার নির্দেশ দিয়ে ছিলো। এবার সেই ছুটি শেষ হয়ে, কাল থেকে অর্থাৎ সোমবার থেকে রাজ্যে আবার সকল স্কুল-কলেজ খুলে যাচ্ছে।

সোমবার থেকে শুরু হচ্ছে স্কুল-কলেজ, দেখে নিন আবার কবে থেকে ছুটি পড়বে

তবে এবিষয়ে এখন প্রশ্ন হচ্ছে যে, “আবার কবে থেকে গরমের ছুটি পড়বে?”। এসম্পর্কে যারা জানেন না, তাদের জানিয়েদি যে, আগামী ২রা মে থেকে এবছরের গরমের ছুটি শুরু হচ্ছে। এবিষয়ে ১৩ই এপ্রিল রাজ্য স্কুল শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে, ২০২৩ এর গরমের ছুটি মে মাসের ২ তারিখ থেকে শুরু হবে।

তবে জানিয়েদি যে, এবছর গরমের ছুটি কবে শেষ হবে তা নিয়ে এখন পর্যন্ত কোনও রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এবিষয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতর থেকে শুধুমাত্র জানানো হয়েছে যে, আবহাওয়া উপর নির্ভর করে এবছরের গরমের ছুটির শেষ দিন ঘোষণা করা হবে।

এটাও পড়ুন West Bengal Weather: তাপপ্রবাহের পর এবার ঘূর্ণাবর্ত, প্রভাবিত হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বেশকিছু রাজ্য

এসম্পর্কে বিশেষজ্ঞদের এক অংশের মতে এবছরের গরমের ছুটি সম্ভবত জুন মাসের মাঝের দিকে অথবা শেষের দিকে শেষ হবে। কারণ গত বছরও প্রায় এই সময়েই গরমের ছুটি শেষ হয়েছিল। তবে বিশেষজ্ঞদের অন্য অংশ জানাচ্ছে যে, এবছর গরমের ছুটি গত বছরের তুলনায় ছোট হতে চলেছে। কারণ নবান্ন সূত্রে জানা যাচ্ছে এবছর রাজ্য সরকার গরমের ছুটিতে বেশি সময় অপচয় করতে চাইছে না।

এটাও পড়ুন Summer Classes: সোমবার থেকে কি স্কুল-কলেজ খুলবে? দেখে নিন কি জানাচ্ছে নবান্ন

এপ্রসঙ্গে রাজ্য সরকার ইতিমধ্যেই গরমের ছুটিতে সময় অপচয় না করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। প্রথমত এবছরের গরমের ছুটির সময়টিকে সম্পর্ণরূপে অপচয় না করার জন্য রাজ্য স্কুল শিক্ষা দফতর পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য সামার ক্যাম্প আয়োজন করতে চলেছে। সামার ক্যাম্প তথা গরমের ছুটির প্রজেক্টের বিষয়ে বিস্তারিত জানতে নিম্নের প্রতিবেদনটি পড়তে পারেন।

এটাও পড়ুন Summer Vacation Project: পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য নতুন নির্দেশিকা, ছুটিতে কি কি করতে হবে জানালো রাজ্য সরকার

অন্যদিকে গরমের ছুটির কারণে পড়ুয়াদের পঠন-পাঠনে যেন কোনও বিঘ্ন না আসে তা নিয়েও পদক্ষেপ নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এবছর নির্দিষ্ট সময়ের মধ্যে পড়ুয়াদের সিলেবাস শেষ করার জন্য গরমের ছুটির পর বিদ্যালয়গুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment