100 Rupee Coin: বাজারে আসছে ১০০ টাকার নতুন কয়েন, দেখে নিন কেমন দেখতে

নতুন নোটের পর এবার আসছে নতুন কয়েন। এই মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে আসছে ১০০ টাকার নতুন কয়েন। তবে এই কয়েনটি বাজারে প্রচলিত কয়েনগুলির থেকে একুটু অন্যরকমের হতে চলেছে। আজকের প্রতিবেদনে আমরা ১০০ টাকার এই নতুন কয়েনটি নিয়েই আলোচনা করবো।

বাজারে আসছে ১০০ টাকার নতুন কয়েন, দেখে নিন কেমন দেখতে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩০শে এপ্রিল একটি ১০০ টাকার কয়েন প্রকাশিত করতে চলেছে। জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত-এর ১০০ তম পর্বের স্মরণে এই কয়েনটি প্রকাশিত করা হবে। এই কয়েনটি রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বদলে কেন্দ্র সরকারের কর্তৃত্বের অধীনে তৈরি করা হবে।

এবিষয়ে জানিয়েদি যে, ১০০ টাকার এই কয়েনটি বাজারে প্রচলিত কয়েনগুলির থেকে ভিন্ন। মন কি বাত-এর ১০০ তম পর্বের স্মরণে প্রকাশিত এই কয়েনটি একটি মূলত একটি স্মারক মুদ্রা হতে চলেছে।

এটাও পড়ুন Rain in Kolkata: অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া দফতর

১০০ টাকার এই নতুন কয়েন নিয়ে অর্থ মন্ত্রক ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিত অনুযায়ী এই কয়েনটি ৫০ শতাংশ রূপা, ৪০ শতাংশ তামা, ০.৫ শতাংশ নিকে এবং ০.৫ শতাংশ দস্তা দিয়ে তৈরি করা হবে। কয়েনটি আয়তনে প্রায় ৪৪ মিলিমিটার এবং ওজনে প্রায় ৩৫ গ্রাম হবে।

এটাও পড়ুন Hottest City Record: পৃথিবীর উষ্ণতম শহরের তালিকায় শীর্ষস্থান দখল করলো পশ্চিমবঙ্গের এই শহর

এছাড়া কয়েনটি একদিকে অশোক স্তম্ভের চিহ্নের সাথে সত্যমেব জয়তে ও হিন্দি এবং ইংরেজিতে ভারত তথা ইন্ডিয়া লেখা থাকবে। এছাড়া রুপি চিহ্নের সাথে ইংরেজিতে ১০০ লেখা থাকবে। কয়েনটির অন্যদিকে মন কি বাত-এর এর প্রতীক চিহ্ন রূপে একটি মাইক্রোফোন এবং হিন্দিতে মন কি বাত ১০০ লেখা থাকবে।

এটাও পড়ুন Summer Vacation Project: পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য নতুন নির্দেশিকা, ছুটিতে কি কি করতে হবে জানালো রাজ্য সরকার

তবে জানিয়েদি যে, এই ১০০ টাকার কয়েনটি বাজারে সাধারণ প্রচলনে ব্যবহার করা যাবে না। ইচ্ছুক ব্যাক্তিরা এই কয়েনটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা নির্ধারিত একটি মূল্যে এই কয়েনটি কিনতে পারবে। সাধারণত এই ধরণের কয়েনের দাম একটু বেশি হয়। জানিয়ে রাখি যে ভারত সরকার এর আগেও বহু বার এই ধরণের ৭৫, ১০০, ১২৫, ১৫০, ২৫০ এবং ১০০০ টাকার স্মারক মুদ্রা প্রকাশিত করেছে।

এপ্রসঙ্গে সর্বপ্রথম ১৯৬৪ সালে পন্ডিত জওহরলাল নেহরুর জন্য এই ধরণের স্মারক মুদ্রা প্রকাশিত করা হয়েছিল।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment