Government AC Bus: গরম থেকে রেহাই দিতে রাজ্য সরকার এবার রাস্তায় নামাতে চলেছে এসি বাস

গত সপ্তাহ থেকেই রাজ্যের মানুষ দাবদাহ ও তাপপ্রবাহের কারণে হাঁসফাঁস করছে। জেলায়-জেলায় তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রি ছুঁয়েছে। অন্যদিকে অনাবৃষ্টির কারণে এই তাপপ্রবাহ আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এমন পরিস্থিতিতে পরিবহণ দফতর মানুষের সুবিধার্থে রাস্তায় এসি বাস (AC Bus) নামানোর সিদ্ধান্ত নিয়েছে।

গরম থেকে রেহাই দিতে রাজ্য সরকার এবার রাস্তায় নামাতে চলেছে এসি বাস

সংবাদ সূত্রে জানা যাচ্ছে পরিবহণ দফতর এই মাসের মধ্যেই রাস্তায় বেশ কয়েকটি এসি বাস নামাতে চলেছে। এবিষয়ে আরও জানা যাচ্ছে যে, পরিবহণ দফতর ইতমধ্যেই রাস্তায় এসি বাস নামানোর সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দিয়েছে।

এবিষয়ে জানিয়ে রাখি যে, রাজ্য সরকার রাজ্যের পরিবহন ব্যাবস্থাকে উন্নীত করার জন্য এই মাসে এমনিতেই শতাধিক নতুন বাস নামাবে বলে জানিয়েছিল। এবার অত্যাধিক গরমের কারণে শহরে আরও বেশকিছু এসি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।

এটাও পড়ুন West Bengal Weather: অবশেষে স্বস্তির সংবাদ দিল আবহাওয়া দফতর, সপ্তাহের শেষে তাপমাত্রা কমার সম্ভাবনা

সূত্রের অনুযায়ী দাবদাহ ও তাপপ্রবাহের হাত থেকে সাধারণ মানুষ কে রেহাই দিতে পরিবহন দফতর এপ্রিল মাসেই রাস্তায় বেশ কয়েকটি এসি ভলভো বাস নামাবে। বর্তমানে পরিবহণ দফতরের কাছে যে এসি বাস গুলি রয়েছে সেগুলির সংখ্যা বাড়াতে চলেছে রাজ্য সরকার। আবার অন্যদিকে পরিবহন দফতরের হাতে থাকা বাড়তি এসি বাস গুলিকেও রাস্তায় নামানো হবে বলে জানা যাচ্ছে।

এটাও পড়ুন Teachers in heatwave: ছুটি পড়লো পড়ুয়াদের জন্য, তবে শিক্ষক-শিক্ষিকাদের জন্য রয়েছে অন্য নির্দেশিকা

তবে এবিষয়ে রাস্তায় এসি বাস নামানোর ক্ষেত্রে একটি সমস্যা আসতে পারে বলে জানা গেছে। নতুন এসি বাস গুলিতো এপ্রিলের মধ্যে রাস্তায় নেমে যাবে কিন্তু পরে থাকা বাড়তি বাস গুলি রাস্তায় নামানোর ক্ষেত্রে অসুবিধা আসতে পারে।

এটাও পড়ুন Summer Vacation Update: অবশেষে স্বস্তি মিললো পড়ুয়াদের, কাল থেকেই শুরু হচ্ছে গরমের ছুটি

প্রসঙ্গত পরে থাকা বাড়তি এসি বাস গুলি পরেপরে খারাপ হয়ে গেছে। তবে এবিষয়ে অতি শীঘ্রই উক্ত এসি বাস গুলি সারিয়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য পরিবহন দপ্তর।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment