Hottest City Record: পৃথিবীর উষ্ণতম শহরের তালিকায় শীর্ষস্থান দখল করলো পশ্চিমবঙ্গের এই শহর

এবছর বৈশাখের শুরু থেকেই গরম এবং তাপপ্রবাহের কারণে ভুগছে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্য। বর্তমানে তাপপ্রবাহ এবং অনাবৃষ্টির জুটির কারণে নাজেহাল গোটা রাজ্য বিশেষ করে দক্ষিণবঙ্গ। তবে এই গরমের কারণে বাংলার মুকুটে নতুন এল পালক। পৃথিবীর উষ্ণতম শহরের মধ্যে স্থান পেলো বাংলার শহর।

West Bengal city in top 10 hottest cities in the world

দক্ষিণবঙ্গে এবছর এতটাই গরম পড়েছে যে পৃথিবীর উষ্ণতম শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে বাঁকুড়া। এপ্রসঙ্গে ১৮ই এপ্রিল পৃথিবীর উষ্ণতম শহর গুলির তালিকায় সপ্তম স্থানে ছিল বাঁকুড়া শহর। জানিয়েদি যে এদিন, বাঁকুড়া শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.১ ডিগ্রি ছিল।

তবে গত ২৪ ঘন্টায় পরিস্থিতি একটু ভালো হয়েছে বলে জানা যাচ্ছে। গত ২৪ ঘন্টার আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বাঁকুড়া শহর সপ্তম স্থান থেকে পিছিয়ে ১৩ তম স্থানে এসেছে।

এটাও পড়ুন Summer Vacation Project: পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য নতুন নির্দেশিকা, ছুটিতে কি কি করতে হবে জানালো রাজ্য সরকার

জানিয়েদি যে, গত ২৪ ঘন্টায় বাঁকুড়া শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৬ ডিগ্রি ছিল। যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি।

এটাও পড়ুন Government AC Bus: গরম থেকে রেহাই দিতে রাজ্য সরকার এবার রাস্তায় নামাতে চলেছে এসি বাস

এবিষয়ে গত বছর বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যার রেকর্ড এবছর এপ্রিল মাসেই ভাঙ্গলো বাঁকুড়া। অনেকটা এমনিই পরিস্থিতি রয়েছে বাংলার অন্য শহর গুলিতে বিশেষ করে দক্ষিণবঙ্গে। প্রায় সমগ্র দক্ষিণবঙ্গে ৪২-৪৩ ডিগ্রির সীমা ছুঁয়েছে পারদ। সরকার দ্বারা জারি করা হয়েছে সতর্কতা

এটাও পড়ুন West Bengal Weather: অবশেষে স্বস্তির সংবাদ দিল আবহাওয়া দফতর, সপ্তাহের শেষে তাপমাত্রা কমার সম্ভাবনা

তবে পৃথিবীর উষ্ণতম শহরের তালিকায় পশ্চিমবঙ্গের বাঁকুড়ার থেকেও এগিয়ে রয়েছে দেশের বেশ কয়েকটি শহর। এপ্রসঙ্গে গত ২৪ ঘন্টায় পৃথিবীর উষ্ণতম শহরের তালিকায় উত্তর প্রদেশের এলাহাবাদ শহর ৪৪.৫ ডিগ্রি তাপমাত্রার সাথে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ঝাঁসি ৪৩.৬ ডিগ্রি তাপমাত্রার সাথে ১২ তম স্থানে রয়েছে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment