এবছর অসহনীয় গরম এবং তাপপ্রবাহের মধ্যে দিয়ে কাটলো বাঙালির নববর্ষের প্রথম সপ্তাহ। তবে গত শুক্রবার বিকাল থেকে রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছে। জেলায় জেলায় এসেছে স্বস্তির বৃষ্টি। তবে এই স্বস্তির মাঝেই একটি অস্বস্তির প্রশ্ন উঠে আসছে। আবার কবে ফিরছে এই অসহনীয় দাবদাহ এবং তাপপ্রবাহ?
এবিষয়ে আবহাওয়া দফতর জানাচ্ছে এখন আপাতত আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে রাজ্যে ফিরছে না তাপপ্রবাহ। বরং পশ্চিমবঙ্গ, ওড়িশা, কেরল সহ দেশের অন্যান্য উপকূলবর্তী রাজ্যগুলিতে আগামী ৪-৫ দিন ঝোড়ো-হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে বৃষ্টিপাতের কারণে আগামী তিন-চার দিনে রাজ্যে তাপমাত্রা আরও একটু কমতে পারে।
এছাড়া আজ অর্থাৎ ২৩শে এপ্রিল উত্তরবঙ্গ এবং সিকিমে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে বিহার এবং ওড়িশাতেও আজ-কাল শিলাবৃষ্টি হতে পারে।
এটাও পড়ুন WB Summer Vacation: সোমবার থেকে শুরু হচ্ছে স্কুল-কলেজ, দেখে নিন আবার কবে থেকে ছুটি পড়বে
এপ্রসঙ্গে কলকাতায় আগামী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন হতে চলেছে তা জানিয়ে রাখি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামীকাল ২৪শে এপ্রিল কলকাতায় তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি হতে চলেছে।
এটাও পড়ুন West Bengal Weather: তাপপ্রবাহের পর এবার ঘূর্ণাবর্ত, প্রভাবিত হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বেশকিছু রাজ্য
মঙ্গলবার সর্বোচ্চ ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি, বুধবার সর্বোচ্চ ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি, বৃহস্পতিবার সর্বোচ্চ ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি এবং শুক্রবার সর্বোচ্চ ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি হতে চলেছে।
এটাও পড়ুন Summer Classes: সোমবার থেকে কি স্কুল-কলেজ খুলবে? দেখে নিন কি জানাচ্ছে নবান্ন
অনেকটা এমনি পরিস্থিতি থাকতে চলেছে দক্ষিণবঙ্গের অন্যান্য রাজ্যগুলিতে তবে উত্তরবঙ্গের রাজ্যগুলিতে আগামী তিন-চার দিন শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।