Summer Vacation Project: পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য নতুন নির্দেশিকা, ছুটিতে কি কি করতে হবে জানালো রাজ্য সরকার

গরমের জেরে রাজ্যে ইতমধ্যেই বন্ধ হয়েছে সকল শিক্ষা প্ৰতিষ্ঠান। তাপপ্রবাহের কারণে এক সপ্তাহের জন্য রাজ্যের সকল স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এরপর আবার ২রা মে থেকে রাজ্যে ২০২৩ এর গরমের ছুটি শুরু হয়ে যাবে। তবে এবছর রাজ্য সরকার গরমের ছুটির সময়টিকে অপচয় না করে ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, কর্মদক্ষতা গঠনের দিকে জোর দিতে চাইছে।

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য নতুন নির্দেশিকা, ছুটিতে কি কি করতে হবে জানালো রাজ্য সরকার

এবিষয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতর থেকে এর আগেই একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য সামার ক্যাম্প আয়োজন করা হবে। এই সামার ক্যাম্পের অন্তর্গত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রজেক্ট করতে হবে বলে জানিয়েছিল রাজ্য স্কুল শিক্ষা দফতর।

এবার এবিষয়ে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সামার ক্যাম্পের রূপরেখা জারি করলো শিক্ষা দফতর। উক্ত রূপরেখার মাধ্যমে রাজ্য স্কুল শিক্ষা দফতর কোন ক্লাসের ছাত্র-ছাত্রীদের কোন বিষয়ে প্রজেক্ট করতে হবে, কীভাবে প্রজেক্ট করতে হবে এবিষয়ে তথ্য জারি করেছে।

এটাও পড়ুন Government AC Bus: গরম থেকে রেহাই দিতে রাজ্য সরকার এবার রাস্তায় নামাতে চলেছে এসি বাস

উক্ত নির্দেশিকা অনুযায়ী পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের প্রকৃতি নিয়ে প্রজেক্ট করতে দেওয়া হবে। এই প্রজেক্টে অন্তর্গত ছাত্র-ছাত্রীদের প্রকৃতির উপর পর্যবেক্ষণ করে তার একটি আসাইনমেন্ট করতে হবে। সপ্তম এবং অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান কেন্দ্র বা পেশাগত প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে পর্যবেক্ষণ করতে হবে। এবিষয়ে পর্যবেক্ষণ স্কুল থেকে ৩ কিলোমিটারের মধ্যে হতে হবে বলে জানিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

এটাও পড়ুন West Bengal Weather: অবশেষে স্বস্তির সংবাদ দিল আবহাওয়া দফতর, সপ্তাহের শেষে তাপমাত্রা কমার সম্ভাবনা

অন্যদিকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক, হাসপাতাল, গ্রন্থাগার, কলেজ ও হস্তশিল্পকেন্দ্রে গিয়ে পর্যবেক্ষণ করতে হবে। একই ভাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের উক্ত হস্তশিল্পকেন্দ্রে গুলিতে গিয়ে কাজের অভিজ্ঞতা নিতে হবে বলে জানিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

এটাও পড়ুন Teachers in heatwave: ছুটি পড়লো পড়ুয়াদের জন্য, তবে শিক্ষক-শিক্ষিকাদের জন্য রয়েছে অন্য নির্দেশিকা

রাজ্য স্কুল শিক্ষা দফতর থেকে জারি করা রূপরেখা অনুযায়ী পড়ুয়াদের এই কাজগুলি ৫ থেকে ৭ দিনের মধ্যে করতে হবে। এবিষয়ে কিভাবে, কোথায় এবং কি নিয়ে প্রজেক্ট করতে হবে তা বিস্তারিত ভাবে আগামী সপ্তাহের মধ্যে স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের জানানো হবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment