Madhyamik Result Date: অবশেষে মাধ্যমিক ফল প্রকাশের তারিখ জানা গেল! আর কয়েকদিনের মধ্যেই আসবে মাধ্যমিকের রেজাল্ট

মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে প্রায় দুই মাস আগে, বর্তমানে রাজ্যের প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী অপেক্ষা করছে মাধ্যমিক রেজাল্টের। এবিষয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগেই ইঙ্গিত দিয়েছিলো যে, এবছর মে মাসের শেষের সপ্তাহের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে মাধ্যমিকের ফল। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী আরও আগেই এবছরের মাধ্যমিক ফল প্রকাশিত হবে।

অবশেষে মাধ্যমিক ফল প্রকাশের তারিখ জানা গেল! আর কয়েকদিনের মধ্যেই আসবে মাধ্যমিকের রেজাল্ট

এবিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে যে, মে মাসের ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে ২০২৩ এর মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। জানা যাচ্ছে যে, ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার ১০০ শতাংশ উত্তরপত্র মূল্যায়ণ করা হয়ে গিয়েছে। এবার শুধু বাকি আছে নম্বর যাচাই করে মার্কশিট তৈরী করার কাজ।

এপ্রসঙ্গে জানা যাচ্ছে যে, আজ অর্থাৎ ২৯শে এপ্রিল থেকেই নম্বর যাচাই করার পক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী পয়লা মে পর্যন্ত এই নম্বর যাচাই করার পক্রিয়া চলবে। নম্বর যাচাই হয়ে গেলে বাকি থাকে আর মার্কশিট তৈরী করার কাজ এবং অনলাইন পোর্টালে রেজাল্ট আপলোড করার কাজ।

এটাও পড়ুন Summer Vacation Last Date: শুরু হলো গরমের ছুটি! তবে কত দিন চলবে এই ছুটি, কি জানাচ্ছে নবান্ন?

এবিষয়ে জানিয়ে রাখি যে, এবছর তাড়াতাড়ি মাধ্যমিকের ফল প্রকাশ করার জন্য নম্বর যাচাই করার প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে করা হচ্ছে। পর্ষদের মতে অনলাইনের মাধ্যমে মূলপরীক্ষকরা কম সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে নম্বর যাচাই করতে পারবে। এবিষয়ে www.wbbsedata.com পোর্টাল থেকে মূলপরীক্ষকদের নম্বর যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

এটাও পড়ুন WB Private Schools: এবার বেসরকারি স্কুলগুলির উপরেও রাজ্যের নিয়ন্ত্রণ! গঠন হতে পারে নতুন শিক্ষা কমিশন

তবে এবিষয়ে ইতিমধ্যেই বেশকিছু অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে যে, মূলপরীক্ষকদের মধ্যে বেশকিছু পরীক্ষকদের বাড়িতে কম্পিউটার তথা ইন্টারনেট না থাকার কারণে তারা সাইবার ক্যাফেতে গিয়ে নম্বর যাচাই করেছে। যার কারণে অনেকের মনেই এই পদ্ধতিটির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

এটাও পড়ুন May 2023 Ration: রেশন নিয়ে জরুরি আপডেট, দেখে নিন মে মাসে কোন কার্ডে কত সামগ্রী দেওয়া হবে

অন্যদিকে, মাধ্যমিক ফল প্রকাশের যে পাঁচটি ধাপ হয় তার মধ্যে, নম্বর যাচাই ছাড়াও এবছর আরও একটি কাজ অনলাইনের মাধ্যমে করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment