75 Rupees Coin: ২০০০ টাকার নোট এখন অতীত! বাজারে আসতে চলেছে নতুন ৭৫ টাকার মুদ্রা

আগামী ৩০শে সেপ্টেম্বরের পর বন্ধ হয়ে যেতে চলেছে ভারতের সবথেকে বড় অংকের নোট, ২০০০ টাকা। তবে তার আগেই বাজারে আসতে চলেছে নতুন মুদ্রা। এবিষয়ে সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে, শীঘ্রই বাজারে একটি নতুন ৭৫ টাকার কয়েন নিয়ে আসতে চলেছে কেন্দ্র সরকার।

২০০০ টাকার নোট এখন অতীত! বাজারে আসতে চলেছে নতুন ৭৫ টাকার মুদ্রা

এবিষয়ে জানা যাচ্ছে যে, নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখার জন্য মোদী সরকার ৭৫ টাকার স্মারক মুদ্রা নিয়ে আসতে চলেছে। এবিষয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এর তরফ থেকে জানানো হয় যে আগামী ২৮শে মে, রবিবার এই মুদ্রা প্রকাশিত করা হবে।

জানিয়ে রাখি যে, আগামী ২৮শে মে ভারতবর্ষ তার নতুন সংসদ ভবন পেতে চলেছে, আর এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্যই এই কয়েন নিয়ে আসা হবে। জানা যাচ্ছে যে, এই মুদ্রাটি বিভিন্ন ধরণের মূল্যবান ধাতু দিয়ে তৈরী করা হবে।

এটাও পড়ুন HS Exam Routine: প্রকাশিত হয়ে গেলো ২০২৪ এর উচ্চমাধ্যমিক রুটিন, সামনের বছর কবে কোন বিষয়ের পরীক্ষা হবে দেখে নিন

এবিষয়ে সংবাদ সূত্রের খবর অনুযায়ী, ৭৫ টাকার নতুন কয়েনটি ৫০ শতাংশ রূপ, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ জিঙ্ক এবং ৫ শতাংশ নিকেল দিয়ে তৈরী করা হবে। এক্ষেত্রে কয়েনটির ওজন ৩৫ গ্রাম এবং ব্যাসার্ধ হবে ৪.৪ সেন্টিমিটার হবে বলে জানা যাচ্ছে।

এটাও পড়ুন HS Exam 2024: এগিয়ে এলো উচ্চমাধ্যমিক পরীক্ষা, দেখে নিন ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে

যদিও অর্থ মন্ত্রক এর তরফ থেকে উক্ত কয়েনটির কোনও ছবি জারি করা হয় নি। তবে জানানো হয়েছে যে, কয়েনটির একদিকে অশোক স্তম্ভ থাকবে এবং তার নিচে দেবনাগরী লিপিতে সত্যমেব জয়তে লেখা থাকবে। অশোক স্তম্ভের একদিকে দেবনাগরী লিপিতে ভারত এবং অন্যদিকে ইংরেজিতে ইন্ডিয়া লেখা থাকবে।

এটাও পড়ুন WBCHSE HS Topper List: প্রকাশিত হয়ে গেলো উচ্চমাধ্যমিকের রেজাল্ট, দেখে নিন প্রথম, দ্বিতীয়, তৃতীয় টপারের নাম

কয়েনটির উল্টো পিঠে ৭৫ টাকা লেখা থাকবে এবং তার নিচে নতুন সংসদ ভবনের ছবি এবং দেবনাগরী লিপিতে সংসদ সংকুল লেখা থাকবে। এছাড়া কয়েনটির চারিদিকে মোট ২০০টি দাগ কাটা থাকবে। ঠিক যেমন ২ টাকা ৫ টাকার কয়েনে থাকে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment