ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স কোম্পানি লিমিটেড সংস্থা নিয়ে এসেছে চাকরির দারুন সুযোগ। IIFCL সংস্থা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করার জন্য এক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। এবিষয়ে আবেদন করার যোগ্যতা, বেতন ইত্যাদি জানতে এই প্রতিবেদনটি পড়তে থাকুন।
সম্প্রতি IIFCL সংস্থা তাদের অফিসিয়াল পোর্টাল থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ২৬ টি শুন্য পদে কর্মী নিয়োগ করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার যোগ্যতা, বয়সসীমা, বেতন ইত্যাদির তথ্য নিম্নরূপ।
কলকাতায় সরকারি চাকরির দারুন সুযোগ, ১০ টি শুন্য পদে নিয়োগ করছে কলকাতা কর্পোরেশন।
আবেদন করার যোগ্যতা: ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা MBA/PGDM/LLB/ BA+LLB/CA/B.Tech/B.E হতে হবে। এছাড়া প্রার্থীর কাছে ফিনান্সিয়াল সেক্টরের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: IIFCL সংস্থা দ্বারা জারি করার বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ অনুযায়ী ২১বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST/OBC ও অন্যান্য বিশেষ শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ সীমায় ছাড় রয়েছে।
বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী IIFCL অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের মাসিক বেতন প্রায় ৮০ হাজার টাকা নির্ধারিত করেছে।
আবেদন করার পদ্ধতি: এবিষয়ে আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা IIFCL এর অফিসিয়াল পোর্টাল (https://www.iifcl.in/) থেকে আবেদন জানাতে পারবে। জানিয়ে রাখি যে, অনলাইন আবেদন পক্রিয়া গত ১১ই মার্চ থেকে শুরু হয়ে গেছে যা আগামী ২রা এপ্রিল পর্যন্ত চলবে।
আবেদন করার ফি: উক্ত পদে আবেদন করার জন্য UR/EWS/OBC শ্রেণীর প্রার্থীদের ৫০০ টাকার আবেদন ফি এবং ১০০ টাকার ইনটিমেশন চার্জ দড়িতে হবে। তবে এক্ষেত্রে SC/ST এবং PwD প্রার্থীদের শুধুমাত্র ১০০ টাকার ইনটিমেশন চার্জ দিতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি: https://www.iifcl.in/images/FileUploaded/AMRecruitmentAdvertisementpdf09032023103944.pdf
👉 দ্বাদশ শ্রেণীর পরীক্ষার টপারদের ১ লক্ষ টাকা ও ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্যের সরকার।
👉 ২৫,০০০ টাকার বেতনে রাজ্যে সরকারি চাকরির সুযোগ, রাজ্যের কৃষি দফতরে একাধিক পদে নিয়োগ চলছে।