May 2023 Ration: রেশন নিয়ে জরুরি আপডেট, দেখে নিন মে মাসে কোন কার্ডে কত সামগ্রী দেওয়া হবে

রাজ্যের রেশন কার্ডের সুবিধাভোগীরা কোনও অসুবিধা ছাড়াই যেন তাদের ন্যায্য রেশন সামগ্রী পেয়ে যায় তা নিশ্চিত করার জন্য সময়ে সময়ে বেশকিছু বিজ্ঞপ্তি এবং নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দফতর। এবিষয়ে প্রায় প্রত্যেক মাসেই খাদ্য দফতরের তরফে জানানো হয় উক্ত মাসে কোন কার্ডে কত রেশন সামগ্রী দেওয়া হবে।

May 2023 Ration: রেশন নিয়ে জরুরি আপডেট, দেখে নিন মে মাসে কোন কার্ডে কত সামগ্রী দেওয়া হবে

এপ্রসঙ্গে হাতে গোনা আর মাত্র কয়েকদিনের মধ্যেই রেশন দেওয়া হবে, তাই খাদ্য দফতর দ্বারা জারি করা সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আসন্ন মে মাসে আপনার রেশন কার্ডে কত পরিমান রেশন সামগ্রী দেওয়া হবে তা জেনে নেওয়া উচিত।

এবিষয়ে জানা যাচ্ছে যে, অন্ত্যোদয় অন্ন যোজনা অর্থাৎ AAY শ্রেণীর রেশন কার্ডের সুবিধাভোগীরা এই মে মাসে পরিবারপিছু ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম বিনামূল্যে পেতে চলেছে। এর সঙ্গে সাড়ে ১৩ টাকা দরে ১ কেজি চিনিও পাওয়া যাবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দফতর।

এটাও পড়ুন West Bengal DA: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার ও কন্যাশ্রী প্রকল্প! বকেয়া DA এর বিষয়ে বললেন কৃষিমন্ত্রী শোভনদেব

অগ্রাধিকার প্রাপ্ত অর্থাৎ PHH শ্রেণীর এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত অর্থাৎ SPHH রেশন কার্ডের সুবিধাভোগীরা সামনের মে মাসে রেশনের দরুন কার্ডপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি গম বিনামূল্যে পেতে পাবেন।

এটাও পড়ুন May Bank Holidays: মে মাসে স্কুলের পাশাপাশি ব্যাঙ্কেও ছুটি, বন্ধ থাকছে প্রায় অর্ধেক দিন

অন্যদিকে RKSY-১ শ্রেণীর রেশন কার্ডের সুবিধাভোগীরা কার্ডপিছু ৫ কেজি করে চাল পেতে বিনামূল্যে চলেছে। এর পাশাপাশি RKSY-২ শ্রেণীর রেশন কার্ডের সুবিধাভোগীরা মাথাপিছু ২ কেজি করে চাল বিনামূল্যে পেতে চলেছে।

এটাও পড়ুন Early Summer Vacation: ২ তারিখ নয়, কাল থেকেই ছুটি পড়ছে স্কুলে, দেখে নিন বিস্তারিত

রাজ্যের রেশন কার্ডের সুবিধাভোগীরা যেন উক্ত তালিকা অনুযায়ী তাদের ন্যায্য রেশন সামগ্রী পাই তা সুনিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দফতর রেশন ডিলারদের নির্দেশ দিয়েছে যে, রেশন কার্ডের শ্রেণীর উপর নির্ভর করে উক্ত সামগ্রী গুলির তালিকাটি রেশন দোকানে একটি বোর্ডে প্রকাশ্যে লিখে রাখতে হবে।

অন্যদিকে কেন্দ্র সরকারও এবিষয়ে বেশকিছু নির্দেশিকা জারি করেছে। জানা যাচ্ছে যে, কেন্দ্র সরকার দেশের সমস্ত রেশন ডিলারদের ইলেকট্রনিক স্কেলের সাথে IPOS ডিভাইস গুলিকে লিঙ্ক করার নির্দেশ দিয়েছে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment