অবশেষে জানা গেলো মাধ্যমিক ফল প্রকাশের তারিখ। আজ অর্থাৎ ১০ই মে, বুধবার বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিক রেজাল্টের দিনক্ষণ জানালো মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৯শে মে, শুক্রবার দুপুর ১২ টার সময় প্রকাশিত হতে চলেছে এবছরের মাধ্যমিকের ফলাফল।
এবিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গত কাল ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামী ১০ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। তবে এবার একবারে স্পষ্ট ভাবে ফল প্রকাশের দিনক্ষণ জারি করে দিলেন। পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার আগেই শিক্ষামন্ত্রী টুইট করে জানিয়ে দিয়েছিলেন যে, ১৯ তারিখ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে।
জানিয়ে রাখি যে, শুধুমাত্র অনলাইন পোর্টালেই সকাল ১২ টার সময় মাধ্যমিকের ফল প্রকাশিত হবে, স্কুল থেকে রেজাল্ট পেতে আরও দু-এক ঘন্টা সময় লাগতে পারে। তাই সবার আগে মাধ্যমিকের রেজাল্ট দেখতে হলে অনলাইন পোর্টালেই যেতে হবে। এবিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে তও জানিয়ে দেওয়া হয়েছে।
এটাও পড়ুন Madhyamik Result Date: প্রকাশিত হলো মাধ্যমিক রেজাল্টের তারিখ! দিনক্ষণ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী
মধ্যশিক্ষা পর্ষদ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এবছর মোট ১৫ টি ওয়েবসাইট এবং ৪ টি অ্যাপ থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। ওয়েবসাইটগুলির তালিকাটি জানার আগে জেনে নেওয়া যাক যে, কোন কোন অ্যাপ থেকে মাধ্যমিকের ফল দেখা যাবে। এই অ্যাপগুলি হলো “Madhyamik Results 2023”, “Madhyamik Result”, “FASTRESULT” এবং “Exametc.com’।
এছাড়া আপনি “www.wbbse.wb.gov.in“, “http://wbresults.nic.in“, www.indiaresults.com, www.results.shiksha সহ ১৫ টি ওয়েবসাইট থেকে এবছর মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। এবিষয়ে বাকি ওয়েবসাইটগুলির তালিকা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল নোটিফিকেশনে (https://wbbse.wb.gov.in/Web/PdfViewer?l=NDE1) দেওয়া রয়েছে।
এটাও পড়ুন Bank Account: একজন সাধারণ মানুষের কাছে কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে? জেনে নিন সরকারি নিয়ম
এক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য আপনার পছন্দের অ্যাপ অথবা ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ক্যাপচা কমপ্লিট করলেই মাধ্যমিকের রেজাল্ট দেখিয়ে দিবে। এক্ষেত্রে সম্পূর্ণ পদ্ধতিটি ধাপে ধাপে দেখার জন্য নিচের প্ৰতিবেদনটি পড়ুন।