UPSC Recruitment: অফিসার ও লেকচারারের একধিক পদে নিয়োগ করছে উপিএসসি, আবেদন শুরু আজ থেকে

UPSC (Union Public Service Commission – ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) নিয়ে এসেছে চাকরির সুবর্ণ সুযোগ। এদিন উপিএসসির একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে সাইন্টিফিক অফিসার, টেকনিকাল অফিসার ও সিনিয়র লেকচারারের একাধিক পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে। আসুন বিস্তারিত জেনেনি উপিএসসির এই নিয়োগ ড্রাইভটির সম্পর্কে।

UPSC অফিসার ও লেকচারার নিয়োগের শূন্যপদের বিবরণ

এদিন উপিএসসির তরফে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে যে, সাইন্টিফিক অফিসারের ১ টি (OBC প্রার্থী), টেকনিকাল অফিসারের ৩ টি পদে যার মধ্যে ১টি শূন্যপদ OBC প্রার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে এবং সিনিয়র লেকচারারের ১ টি পদে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এই নিয়োগ ড্রাইভটির অন্তর্গত মোট ৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।

UPSC সাইন্টিফিক অফিসার পদে আবেদনের যোগ্যতা

সাইন্টিফিক অফিসার পদের জন্য আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি ধারী হতে হবে।

এর পাশাপাশি প্রার্থীর কাছে ইলেক্ট্রিকাল বিভাগে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতার বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

এটাও পড়ুন Bank of Baroda Recruitment: ৭৮ হাজারের মাসিক বেতনে ব্যাঙ্ক অফ বারোদায় চাকরির সুযোগ, আবেদন করুন ২৫০ টি শূন্যপদে

বয়সসীমার বিষয়ে UPSC জানিয়েছে যে, প্রার্থীর বয়স ৩৩ বছরের বেশি হওয়া চলবেনা।

UPSC টেকনিকাল অফিসার পদে আবেদনের যোগ্যতা

উক্ত টেকনিকাল অফিসােরে ৩টি শূন্যপদে আবেদন করার জন্য প্রার্থীর কাছে ন্যূনতম কম্পিউটার এপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সাইন্স বিভাগে মাস্টার ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি ধরি হতে হবে। বয়সসীমার দিক থেকে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

UPSC সিনিয়র লেকচারার পদে আবেদনের যোগ্যতা

সিনিয়র লেকচারার পদে আবেদন করার জন্য প্রার্থীর কাছে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট ১৯৫৬ এর অন্তর্ভুক্ত একটি মৌলিক বিশ্ববিদ্যালয় বা সমতুল্য যোগ্যতা। পাশাপাশি একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় / সমতুল্য প্রতিষ্ঠান থেকে M.D. / M.S. (Obstetrics & Genecology) হতে হবে।

এটাও পড়ুন Aadhaar Card: হাতে আর মাত্র এক সপ্তাহ! করতে হবে আধার কার্ডের এই কাজটি, নাহোলেই খসবে গ্যাঁটের কড়ি

বয়সসীমার বিষয়ে UPSC জানিয়েছে যে, উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৫০ বছররে মধ্যে হতে হবে।

উক্ত UPSC অফিসার ও লেকচারার পদে আবেদনের পদ্ধতি

UPSC-র উক্ত সাইন্টিফিক অফিসার, টেকনিকাল অফিসার ও সিনিয়র লেকচারারের পদে https://www.upsconline.nic.in/ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে আজ অর্থাৎ ৯ই ডিসেম্বর থেকে এই আবেদন পক্রিয়া শুরু হচ্ছে এবং আগামী ২৮শে ডিসেম্বর পর্যন্ত চলবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment