IDBI Bank Recruitment: স্পেশালিস্ট অফিসারের ৮৬ টি শূন্যপদে নিয়োগ করছে IDBI, আবেদন করুন অনলাইনে

ব্যাঙ্কিং সেক্টরে চাকরির (Banking Job) দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে IDBI (Industrial Development Bank of India)। ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং ম্যানেজারের বিভিন্ন পদে নিয়োগ করতে চলেছে IDBI ব্যাঙ্ক। আসুন বিস্তারিত জেনেনি IDBI এর এই নিয়োগ ড্রাইভটির সম্পৰ্কে।

IDBI স্পেশালিস্ট অফিসার নিয়োগের শূন্যপদের বিবরণ

এদিন IDBI এর তরফে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ডেপুটি জেনারেল ম্যানেজার গ্রেড D এর একটি শূন্যপদে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গ্রেড C এর ৩৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই ৩৯টি পদের মধ্যে ৪টি পদ SC প্রার্থীদের জন্য, ৫টি পদ ST প্রার্থীদের জন্য, ১০টি পদ OBC প্রার্থীদের জন্য এবং ৪টি পদ EWS প্রার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে।

অন্যদিকে ম্যানেজারের মোট ৪৬টি শূন্যপদের মধ্যে ৮টি পদ SC প্রার্থীদের জন্য, ৩টি পদ ST প্রার্থীদের জন্য, ১২টি পদ OBC প্রার্থীদের জন্য এবং ৪টি পদ EWS প্রার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে। IDBI এর এই নিয়োগ ড্রাইভটির অন্তর্গত সব মিলিয়ে মোট ৮৬ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।

ডেপুটি জেনারেল ম্যানেজারের নিয়োগটি মূলত ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে হবে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের ৩৯ পদের মধ্যে অডিট-ইনফরমেশন সিস্টেম বিভাগের ৪টি পদে, ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের ৪টি পদে, রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের ৫টি পদে, কর্পোরেট ক্রেডিট/ রিটেল ব্যাংকিং বিভাগের ২৫টি পদে এবং ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট বিভাগের ১টি পদে নিয়োগ করা হবে।

একই ভাবে ম্যানেজারের ৪৬টি পদের মধ্যে ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের ৪টি পদে, রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের ৩টি পদে, কর্পোরেট ক্রেডিট/ রিটেল ব্যাংকিং বিভাগের ৩১টি পদে, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট বিভাগের ৪টি পদে এবং সিকিউরিটি বিভাগের ৪টি পদে নিয়োগ করা হবে।

IDBI স্পেশালিস্ট অফিসার পদে আবেদনের যোগ্যতা

উপরে উক্ত পদ এবং বিভাগ অনুসারে এই স্পেশালিস্ট অফিসার পরে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা ভিন্ন ভিন্ন ধরণের। তাই উক্ত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অনুগ্রহ করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে বলা হচ্ছে।

IDBI স্পেশালিস্ট অফিসার পদে আবেদনের পদ্ধতি

ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার এই নিয়োগ ড্রাইভটির অন্তরগত পদ গুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল পোর্টাল – https://www.idbibank.in/ থেকেই এই চাকরিতে আবেদন করা যাবে।

এক্ষেত্রে ৯ই ডিসেম্বর ২০২৩ থেকে এই আবেদন পক্রিয়া শুরু হচ্ছে এবং এটি আগামী ২৫শে ডিসেম্বর পর্যন্ত চলবে। আবেদন করার জন্য জেনারেল, EWS এবং OBC শ্রেণীর প্রার্থীদের ১০০০ টাকার আবেদন ফি প্রদান করতে হবে। তবে SC/ST শ্রেণীর প্রার্থীদের শুধুমাত্র ২০০ টাকার আবেদন ফি দিতে হবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment