Aadhaar Card: হাতে আর মাত্র এক সপ্তাহ! করতে হবে আধার কার্ডের এই কাজটি, নাহোলেই খসবে গ্যাঁটের কড়ি

হাতে আর মাত্র এক সপ্তাহ, নির্দিষ্ট ভাবে বলতে গেলে এখন হাতে আর মাত্র ৫-৬ দিন। তার পরেই আধার কার্ডের (Aadhaar Card) ডকুমেন্ট আপডেট করার জন্য খসাতে হবে গ্যাঁটের কড়ি। আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার সুবিধাটি রয়েছে। ১৪ই ডিসেম্বরের পর থেকে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য দিতে হবে চার্জ।

কাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে?

আধার সংস্থা UIDAI (Unique Identification Authority of India) এর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এমন আধার কার্ড যা, বিগত ১০ বছরে একবারও আপডেট করা হয়নি সেই আধার কার্ডগুলির ডকুমেন্ট আপডেট করতে হবে। তবে বর্তমানে যেহেতু এই কাজটি বিনামূল্যে করার সুবিধা থাকার কারণে সকলকেই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করে নেওয়া উচিত। কেননা এখন আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করে নিলে আপনাকে আর আগামী ১০ বছরের জন্য আধার কার্ড আপডেট করার বিষয়ে ভাবতে হবে না।

কিভাবে বিনামূল্যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন?

আধার কার্ডের ডুকমেন্ট আপডেট বিনামূল্যে শুধুমাত্র অনলাইন পোর্টালের মাধ্যমেই করা যাবে। আপনি যদি আধার কেন্দ্র অথবা কমন সার্ভিস সেন্টার থেকে ডকুমেন্ট আপডেট করান তাহলে আপনাকে ফি দিতে হবে। আসুন দেখেনি অনলাইন পোর্টালের মাধ্যমে কিভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন।

  • আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য আপনাকে সবার প্রথমে মাই আধার পোর্টাল https://myaadhaar.uidai.gov.in/ খুলতে হবে।
  • এরপর আপনার আধার নম্বর ও ওটিপি দিয়ে মাই আধার পোর্টালে লগইন করতে হবে।
  • মাই আধার পোর্টালে লগইন করার পর নিচের দিকে গিয়ে “Document Update” বিকল্প নির্বাচন করতে হবে।
  • আপনার আধার কার্ডের সমস্ত তথ্য যাচাই করে “Next” বিকল্পে ক্লিক করতে হবে।
  • এরপর ড্রপডাউন তালিকা থেকে পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমান চয়ন করতে হবে। (এক্ষেত্রে আপনি রেশন কার্ড, ভোটার কার্ড ইত্যাদি ব্যবহার করতে পারেন।)
  • আপনার চয়ন করা ডকুমেন্টেটিকে ছবি তুলে অথবা স্ক্যান করে আপলোড করে “Next” বিকল্পে করতে হবে।
  • এরপর সাবমিট করলেই আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপলোড হয়ে যাবে।

জানিয়ে রাখি যে, UIDAI তরফে প্রথমত এই সুবিধাটি ১৪ই জুন পর্যন্ত প্রদান করা হয়েছিল তবে জনগণের উৎসাহ দেখে বিনামূল্যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার সুবিধাটির সময়সীমা ১৪ই ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছিল UIDAI সংস্থা। যেহেতু ১৪ই ডিসেম্বর পর্যন্ত এই কাজটি বিনামূল্যে করা যাচ্ছে, আপনাকে কোনোরকম চার্জ অথবা ফি প্রদান করতে হবে না। তবে আপনি যদি ১৪ই ডিসেম্বর ২০২৩ এর পরে এই কাজটি করেন তাহলে আপনাকে ৫০ টাকার চার্জ তথা ফি প্রদান করতে হবে।

Author
Nayan Maji

Leave a Comment