ব্যাঙ্কিং সেক্টরে চাকরির (Banking Job) দুর্দান্ত সুযোগ। ব্যাঙ্ক অফ বারোদার (Bank of Baroda) তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে সিনিয়র ম্যানেজার (Senior Manager) পদে নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আসুন বিস্তারিত জেনেনি ব্যাঙ্ক যোগ বারোদার এই নিয়োগের বিষয়ে।
ব্যাঙ্ক অফ বারোদার সিনিয়র ম্যানেজারের শূন্যপদের বিবরণ
এদিন ব্যাঙ্ক অফ বারোদা তাদের অফিসিয়াল পোর্টাল থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানাই যে মোট ২৫০ টি সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। এই ২৫০ টি শূন্যপদের মধ্যে ৩৭টি পদ SC প্রার্থীদের জন্য ১৮টি পদ ST প্রার্থীদের জন্য, ৬৭টি পদ OBC প্রার্থীদের জন্য এবং ২৫টি পদ EWS প্রার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে। এক্ষেত্রে ১০৩ টি পদ আনরিসার্ভ রাখা হয়েছে। মোট এই ২৫০ টি খালি পদের মধ্যে ১০ টি পদ PwD প্রার্থীদের নিয়োগ করা হবে।
ব্যাঙ্ক অফ বারোদার সিনিয়র ম্যানেজার পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা
ব্যাঙ্ক অফ বারোদা দ্বারা জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আবেদনকারী প্রার্থীকে যেকোনো বিভাগ থেকে ন্যূনতম ৬০ শতাংশ (প্রত্যেক সেমিস্টারে) নম্বর নিয়ে গ্র্যাজুয়েট (Graduate) হতে হবে। পাশাপাশি প্রার্থীর কাছে রিলেশনশিপ/ক্রেডিট ম্যানেজমেন্ট এর ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এটাও পড়ুন WBPSC Recruitment: মাধ্যমিক পাশেই পাবলিক সার্ভিস কমিশনে চাকরির সুযোগ, এইভাবে আবেদন করুন
অথবা প্রার্থীকে MBA অথবা সমতুল্য বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট (Post Graduate) হতে হবে। এবং প্রার্থীর কাছে রিলেশনশিপ/ক্রেডিট ম্যানেজমেন্ট এর ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাঙ্ক অফ বারোদার সিনিয়র ম্যানেজার পদে আবেদনের বয়সসীমা
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী উক্ত সিনিয়র ম্যানেজার পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন ২৮ বছর এবং সর্বোচ্চ ৩৭ বছর হতে হবে। এক্ষেত্রে SC, ST প্রার্থীদের জন্য ৫ বছর OBC প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সসীমায় ছাড় দেওয়া রয়েছে। PwD, EWS ইত্যাদি বিভাগের প্রার্থীদের জন্যেও বয়সসীমায় ছাড় রয়েছে।
ব্যাঙ্ক অফ বারোদা সিনিয়র ম্যানেজার পদের বেতন
উক্ত সিনিয়র ম্যানেজার পদে জন্য ব্যাঙ্ক অফ বারোদা ৭৮ হাজার ২৩০ টাকার মাসিক বেতন নির্ধারিত করছে। এই পদের বেতনের বিস্তারিত তথ্য নিম্ন রূপ: Rs. 63840 x 1990 (5) – 73790 x 2220 (2) – 78230
এটাও পড়ুন Army Recruitment: ভারতীয় আর্মিতে চাকরির সুযোগ, আবেদন করুন ১৯শে ডিসেম্বরের মধ্যে
ব্যাঙ্ক অফ বারোদা সিনিয়র ম্যানেজার পদে আবেদনের পদ্ধতি
উক্ত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের www.bankofbaroda.co.in পোর্টাল এর মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদন পক্রিয়া ৬ই ডিসেম্বর ২০২৩ থেকে ২৬শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলবে। উক্ত পদে আবদেন করার জন্য জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের ৬০০ টাকার আবেদন ফি দিতে হবে। অন্যদিকে SC, ST, PWD এবং মহিলা প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন ফি প্রদান করতে হবে।