পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত চাকরির সুযোগ। WBPSC (West Bengal Public Service Commission – ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন) এর তরফে থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সহ গোটা দেশের চাকরি প্রার্থীদের ক্লার্কশিপ নিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছে। আসুন বিস্তারিত জেনেনি WBPSC এর এই নিয়োগ ড্রাইভ সম্পর্কে।
WBPSC ক্লার্কশিপ নিয়োগের শূন্যপদের বিবরণ
WBPSC এর তরফে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে যে, উক্ত ক্লার্কশিপ নিয়োগের শূন্যপদের সংখ্যার বিষয়ে পরবর্তীতে জানানো তবে। এখন অস্থায়ীভাবে সমস্ত পদে নিয়োগ করা হবে। এবিষয়ে ভবিষ্যতে শূন্যপদের উপডেটটি পেতে আমাদের বাংলার শিক্ষা নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত থাকুন।
WBPSC ক্লার্কশিপ পদে আবেদনের যোগ্যতা
ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অথবা সমতুল্য বোর্ড থেকে প্রার্থীকে মাধ্যমিক পাশ (Madhyamik Pass) হতে হবে। এর পাশাপাশি প্রার্থীর কাছে কম্পিটারের বেসিক জ্ঞান ইংরেজিতে ন্যূনতম ২০ টি শব্দ এবং বাংলাতে ১০ টি শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমার বিষয়ে WBPSC এর তরফে জানানো হয়েছে যে, উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ বছরের কম এবং ৪০ বছরের বেশি হয় যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র সেই সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে যাদের জন্ম ২রা জানুয়ারি ১৯৮৩ থেকে পয়লা জানুয়ারি ২০০৫ এর মধ্যে হতে হবে। SC, ST, OBC ইত্যাদি বর্গের জন্য বয়সসীমায় নির্দিষ্ট ছাড়াও রয়েছে বলে জানিয়েছে ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন।
এটাও পড়ুন Army Recruitment: ভারতীয় আর্মিতে চাকরির সুযোগ, আবেদন করুন ১৯শে ডিসেম্বরের মধ্যে
এছাড়াও আবেদনকারী প্রার্থীকে বাংলা ভাষায় কথা বলা এবং লিখা জানতে হবে। তবে যাদের মাতৃ ভাষা নেপালি তাদের জন্য বাংলা ভাষায় কথা বলা এবং লিখার যোগ্যতাটি বাধ্যতামূলক নয়। জানিয়ে রাখি যে, প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে।
WBPSC ক্লার্কশিপ পদের বেতন
উক্ত WBPSC ক্লার্কশিপ পদের জন্য ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ডিএ (dearness allowance), এমএ, H.R.A. ছাড়া মাসিক ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকার মাসিক বেতন নির্ধারিত করেছে।
WBPSC ক্লার্কশিপ পদে আবেদনের পদ্ধতি
WBPSC এর উক্ত ক্লার্কশিপ পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে wbpsc.gov.in পোর্টাল থেকে করতে হবে। এক্ষেত্রে আগামী ৮ই ডিসেম্বর থেকে এই আবেদন পক্রিয়া শুরু হবে এবং আগামী ২৯ শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলবে। জানিয়ে রাখি যে, আবেদন করার জন্য প্রার্থীদের ১১০ টাকার আবেদন ফি (Fee) প্রদান করতে হবে। তবে পশ্চিমবঙ্গের SC, ST এবং ৪০ শতাংশের বেশি অক্ষমতা যুক্ত PwBD প্রার্থীদের কোনো রকম আবেদন ফি দিতে হবে না।