Army Recruitment: ভারতীয় আর্মিতে চাকরির সুযোগ, আবেদন করুন ১৯শে ডিসেম্বরের মধ্যে

ভারতীয় আর্মির চাকরি (Indian Army Job) প্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ। টেরিটোরিয়াল আর্মির পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় আর্মি। ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল পোর্টাল থেকে এদিন একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে চাকরি প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আসুন জেনেনি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে।

টেরিটোরিয়াল আর্মি নিয়োগের শূন্যপদের বিবরণ

ইন্ডিয়ান আর্মি দ্বারা জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী টেরিটোরিয়াল আর্মির মোট ৬টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে। শূন্যপদের বিষয়ে ভারতীয় সেনার তরফে আরও জানানো হয়েছে যে, প্রয়োজন অনুসারে শূন্যপদের সংখ্যা পদের পরিমান বাড়ানো হতে পারে।

এটাও পড়ুন NIOS Recruitment: গ্রুপ A, B এবং C এর বিভিন্ন পদে চাকরির সুযোগ, আবেদন করুন অনলাইনে

টেরিটোরিয়াল আর্মি পদে আবেদনের যোগ্যতা

ভারতীয় সেনা দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীকে সর্বপ্রথম ভারতীয় নাগরিক হতে হবে। অন্যদিকে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে প্রার্থীকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার সাইন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/আইটি এবং টেলিকমে বি টেক হতে হবে। পাশাপাশি প্রার্থীর কাছে OSCP, OSEP, OSWA, OSWE, CRTP, CRTE, CCNA, CEH, LPT, ক্লাউড কম্পিউটিং, মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট এর মধ্যে যেকোনো একটিতে পারদর্শিকতা থাকতে হবে।

বয়সসীমার দিক থেকে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে যে, উক্ত পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪২ এর মধ্যে হতে হবে। আচার প্রার্থীকে মানসিক এবং শারীরিক ভাবে ফিট হতে হবে।

টেরিটোরিয়াল আর্মি পদের বেতন

উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী টেরিটোরিয়াল আর্মি পদের জন্য ভারতীয় সেনা ৫৬,১০০ টাকা থেকে ২,১৭,৬০০ টাকার মাসিক বেতন প্রদান করবে। বেতনের বিষয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

টেরিটোরিয়াল আর্মি পদে আবেদন করার পদ্ধতি

ভারতীয় সেনার উক্ত টেরিটোরিয়াল আর্মি পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের www.jointerritorialarmy.gov.in পোর্টাল থেকে আগামী ১৯শে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে কোনোরকম আবেদন ফি দিতে হবে না বলে জানিয়েছে ভারতীয় সেনা।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment