ISRO Recruitment: চাকরির দুর্দান্ত সুযোগ নিয়ে এলো ইসরো, ৫৪ টি টেকনিশিয়ানের পদে চলছে নিয়োগ

চাকরির দুর্দান্ত সুযোগ নিয়ে এলো ISRO (Indian Space Research Organization)। গত কাল ইসরো তাদের অফিসিয়াল পোর্টাল থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে টেকনিশিয়ানের (Technician) বিভিন্ন পদে নিয়োগের কথা ঘোষণা করে। আসুন জেনেনি ইসরোর এই টেকনিশিয়ান পদে আবেদন করার পদ্ধতি, যোগ্যতা এবং বেতন সম্পর্কে।

ISRO টেকনিশিয়ান নিয়োগের বিবরণ

গত ৯ই ডিসেম্বর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা জানানো হয় যে, টেকনিশিয়ানের মোট ৫৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই ৫৪টি শূন্যপদের মধ্যে ইলেকট্রনিক মেকানিক টেকনিশিয়ানের ৩৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে OBC প্রার্থীদের জন্য ১০টি পদ, SC প্রার্থীদের জন্য ৩টি, ST প্রার্থীদের জন্য ১টি এবং EWS প্রার্থীদের জন্য ৩টি পদ বরাদ্দ করা হয়েছে।

পাশাপাশি ইলেকট্রিকাল টেকনিশিয়ানের ৮টি শূন্যপদের মধ্যে OBC প্রার্থীদের জন্য ২টি পদ, SC প্রার্থীদের জন্য ১টি এবং EWS প্রার্থীদের জন্য ১টি বরাদ্দ করা হয়েছে। ইনস্ট্রুমেন্ট মেকানিক টেকনিশিয়ানের ৯টি শূন্যপদে মধ্যে OBC প্রার্থীদের জন্য ২টি পদ, SC প্রার্থীদের জন্য ১টি এবং EWS প্রার্থীদের জন্য ১টি বরাদ্দ করা হয়েছে।

এটাও পড়ুন IDBI Bank Recruitment: স্পেশালিস্ট অফিসারের ৮৬ টি শূন্যপদে নিয়োগ করছে IDBI, আবেদন করুন অনলাইনে

ফোটোগ্রাফি টেকনিশিয়ানের ২টি শূন্যপদের মধ্যে ১টি পদ SC প্রার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে এবং ডেস্কটপ পাবলিশিং অপারেটর টেকনিশিয়ানের ২টি শূন্যপদে মধ্যে ১টি পদ ST প্রার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে।

উক্ত ISRO টেকনিশিয়ান পদ গুলিতে আবেদন করার যোগ্যতা

ISRO-র তরফে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী উপরে উক্ত সকল পদ গুলির জন্য প্রার্থীকে ন্যূনতম SSLC / SSC পাশ হতে হবে। এর পাশাপাশি ইলেকট্রনিক মেকানিক টেকনিশিয়ানের পদে জন্য ইলেকট্রনিক মেকানিক বিভাগ (Trade) থেকে প্রার্থীকে ITI/NTC/NAC করতে হবে।

একই ভাবে ইলেকট্রিকাল টেকনিশিয়ানের পদের জন্য ইলেকট্রিকাল বিভাগ থেকে, ইনস্ট্রুমেন্ট মেকানিক টেকনিশিয়ানের পদের জন্য ইনস্ট্রুমেন্ট মেকানিক বিভাগ থেকে, ফোটোগ্রাফি টেকনিশিয়ানের পদে জন্য ডিজিটাল ফোটোগ্রাফি অথবা ফোটোগ্রাফি বিভাগ থেকে এবং ডেস্কটপ পাবলিশিং অপারেটর টেকনিশিয়ানের পদের জন্য ডেস্কটপ পাবলিশিং অপারেটর বিভাগ থেকে প্রার্থীকে ITI/NTC/NAC করতে হবে।

এটাও পড়ুন UPSC Recruitment: অফিসার ও লেকচারারের একধিক পদে নিয়োগ করছে উপিএসসি, আবেদন শুরু আজ থেকে

উপরে উক্ত সকল টেকনিশিয়ানের পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীকে বয়সসীমার দিক থেকে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে এক্ষেত্রে SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৩ বছররের বয়সসীমায় ছাড় রয়েছে।

ISRO টেকনিশিয়ান পদে আবেদন করার পদ্ধতি

উপরে উক্ত পদ গুলিতে www.isro.gov.in পোর্টাল থেকে আবেদন করতে হবে। এক্ষেত্রে www.isro.gov.in পোর্টালের CAREERS বিভাগে গিয়ে ইচ্ছুক প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদন করার জন্য সকল প্রার্থীদের ৫০০ টাকার আবেদন ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে এই ৫০০ টাকা লেখা পরীক্ষার পর SC/ST/ PwBD, Ex-Servicemen এবং মহিলা প্রার্থীদের ফেরত দেওয়া হবে। তবে অন্যান্য শ্রেণীর প্রার্থীদের ৪০০ টাকাই ফেরত দেওয়া হবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment