RRC Railway Recruitment: 3000+ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেলওয়ে, আবেদন করুন শিক্ষানবিশ পদে

ভারতীয় রেলওয়েতে চাকরির (Indian Railway Job) দুর্দান্ত সুযোগ, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর তরফে আয়োজন করা হয়েছে একটি বিরাট নিয়োগ ড্রাইভ। এই নিয়োগ ড্রাইভটির অন্তর্গত ভারতীয় রেলওয়ের নর্থেরন রেলওয়ে বিভাগ শিক্ষানবিশ (Apprentice) নিয়োগ করতে চলেছে। আসুন জেনেনি ভারতীয় রেলওয়ের এই নিয়োগ ড্রাইভটির সম্পর্কে।

RRC Railway Apprentice নিয়োগের শূন্যপদের বিবরণ

ভারতীয় রেলওয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩০৯৩ টি শিক্ষানবিশ এর শূন্যপদে নিয়োগ করতে চলেছে নর্থেরন রেলওয়ে। ভারতীয় রেলওয়ের বিভিন্ন শাখার বিভিন্ন বিভাগে এই নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোন কোন সখার কোন বিভাগের কোন পদে নির্দিষ্ট কত পরিমান নিয়োগ হবে তা জানতে অফিসিয়াল বিজপ্তিটি দেখুন।

এটাও পড়ুন ISRO Recruitment: চাকরির দুর্দান্ত সুযোগ নিয়ে এলো ইসরো, ৫৪ টি টেকনিশিয়ানের পদে চলছে নিয়োগ

RRC Railway Apprentice পদে আবেদনের যোগ্যতা

RRC Railway এর তরফে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে যে, উক্ত Apprentice পদে আবেদন করার জন্য প্রার্থীকে একটি স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ এসএসসি/ ম্যাট্রিকুলেশন পাস হতে হবে। এর পাশাপাশি ভারত সরকার কর্তৃক স্বীকৃত NVCT/SCVT দ্বারা জারি করা প্রাসঙ্গিক ট্রেডে প্রার্থীদের অবশ্যই ITI পাস করতে হবে।

RRC Railway Apprentice পদে আবেদনের বয়সসীমা

RRC Railway এর তরফে এই নিয়োগের বয়সসীমার সম্পর্কে জানানো হয়েছে যে, আবেদনকারী প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে যে, SC, ST, OBC ইত্যাদি শ্রেণীর প্রার্থীদের বয়সসীমায় সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকবে।

RRC Railway Apprentice পদে আবেদনের পদ্ধতি

উক্ত Apprentice পদ গুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইন পোর্টাল www.rrcnr.org এ যেতে হবে। RRC Railway এর এই পোর্টাল থেকেই আগ্রহী প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদন পক্রিয়া ১১ই ডিসেম্বর ২০২৩ থেকে ১১ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে।

আবেদন করার জন্য প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন ফি প্রদান করতে হবে। SC/ST, PwBd এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম আবেদন ফি প্রদান করতে হবে না।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment