RRC Railway Apprentice Recruitment: ৩০১৫ টি খালি পদে নিয়োগ করছে ভারতীয় রেলওয়ে, আবেদন করুন অ্যাপ্রেন্টিসের পদে

পুনরায় চাকরির দুর্দান্ত সুযোগ নিয়ে আসছে RRC (Railway Recruitment Cell)। এবার West Central Railway অর্থাৎ ভারতীয় রেলওয়ের পশ্চিম মধ্য রেলওয়ে বিভাগ থেকে চাকরির সুযোগ নিয়ে এসেছে রেলওয়ে। এদিন RRC তাদের অফিসিয়াল পোর্টাল থেকে একটি বিজপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদের বিপুল সংখক খালি পদে নিয়োগ করা হবে বলে জানাই। আসুন বিস্তারিত জেনেনি পশ্চিম মধ্য রেলওয়ের এই নিয়োগ ড্রাইভটির সম্পর্কে।

West Central Railway অ্যাপ্রেন্টিস নিয়োগের শূন্যপদের বিবরণ

প্রাপ্ত বিজপ্তি অনুযায়ী জানাগেছে যে, অ্যাপ্রেন্টিসের মোট ৩০১৫টি শূন্যপদে এই নিয়োগটি আয়োজন করা হয়েছে। এই ৩০১৫ টি খালি পদের মধ্যে ভিন্ন ভিন্ন বিভাগে নির্দিষ্ট পরিমান খালি পদে নিয়োগ করা হবে, যেমন JBP বিভাগেএ ১১৬৪টি শূন্যপদে, BPL বিভাগের ৬০৩টি পদে, KOTA বিভাগের ৮৫৩টি পদে, CRWS BPL বিভাগের ১৭০টি পদে, WRS KOTA বিভাগের ১৯৬টি পদে এবং HQ/JBP বিভাগের ২৯টি পদে নিয়োগ করা হবে।

West Central Railway অ্যাপ্রেন্টিস পদে আবেদনের যোগ্যতা

Railway Recruitment Cell এর তরফে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০+২ পদ্ধতিতে আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণী পাস হতে হবে। এর পাশাপাশী প্রার্থীর কাছে নির্দিষ্ট ট্রেডের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (National Trade Certificate) থাকতে হবে।

এটাও পড়ুন IOCL Apprentice Recruitment: বিপুল সংখ্যাই নিয়োগ করছে ইন্ডিয়ান অয়েল, ১৮২০ টি শিক্ষানবিশের পদে চাকরির সুযোগ

অন্যদিকে বয়সসীমার দিক থেকে জানানো হয়েছে যে, আবেদনকারী প্রার্থীকে ১৪ই ডিসেম্বর ২০২৩ আগে ১৫ বছরের হতে হবে। একেত্রে বয়সের উচ্চসীমা ২৪ বছর নির্ধারিত করা হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য বয়সসীমায় ৫ বছরের ছাড়, OBC প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় এবং PwBD প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় রয়েছে।

West Central Railway অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের পদ্ধতি

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে যে, মেরিট লিস্টের মাধ্যমে এই অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রার্থীর দশম শ্রেণীর নম্বরের উপর নির্ভর করে এই মেরিট লিস্ট তৈরী করা হবে।

West Central Railway অ্যাপ্রেন্টিস পদে আবেদনের পদ্ধতি

উক্ত অ্যাপ্রেন্টিস পদ গুলিতে চাকরির জন্য সবার প্রথমে ইচ্ছুক প্রার্থীদের wcr.indianrailways.gov.in পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এই আবেদন পক্রিয়া ১৫ই ডিসেম্বর ২০২৩ থেকে ১৪ই ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চলবে।

জানিয়েদি যে, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ১৩৬ টাকার আবেদন ফি প্রদান করতে হবে। তবে SC, ST, PwBD এবং মহিলা প্রার্থীদের শুধুমাত্র ৩৬ টাকা আবেদন ফি হিসাবে দিতে হবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment