NTPC Recruitment: ১১৪ টি শূন্যপদে নিয়োগ করছে NTPC, এখনই আবেদন করুন অনলাইনে

NTPC Recruitment: বছরের শেষের দিকে একের পর এক সংস্থা নিয়ে আসছে চাকরির সুযোগ, এবার NTPC এর তরফ থেকেও জারি হলো একটি দুর্দান্ত চাকরির সুযোগ। এদিন NTPC মাইনিং লিমিটেডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে একটি বিপুল সংখ্যক নিয়োগের কথা জানানো হয়। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ ড্রাইভের বিস্তারিত তথ্য নিম্নরূপ।

NTPC নিয়োগ ড্রাইভের শূন্যপদের বিবরণ

NTPC মাইনিং লিমিটেডের অফিসিয়াল পোর্টাল থেকে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১১৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই ১১৪ টি শূন্যপদের মধ্যে মাইনিং ওভারম্যান (Mining Overman) এর ৫২ টি শূন্যপদে, ম্যাগাজিন ইনচার্জ (Magazine Incharge) এর ৭টি শূন্যপদে, মেকানিক্যাল সুপারভাইজার (Mechanical Supervisor) এর ২১ শূন্যপদে, ইলেক্টিকাল সুপারভাইজার (Electrical Supervisor) এর ১৩টি শূন্যপদে, বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রশিক্ষক (Vocational Training Instructor) এর ৩টি শূন্যপদে, জুনিয়র মাইনিং সার্ভেয়ার (Junior Mining Surveyor) এর ১১টি শূন্যপদে এবং মাইনিং স্যারদার (Mining Sirdar) এর ৭টি শূন্যপদে নিয়োগ করা হবে।

NTPC এর উক্ত পদ গুলিতে আবেদন করার যোগ্যতা

NTPC দ্বারা জারি করা এই নিয়োগ ড্রাইভে বিভিন্ন বিভাগের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, সেহেতু এর শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন ভিন্ন। নির্দিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা জানার জন্য অনুগ্রহ করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

অন্যদিকে বয়সসীমার বিষয়ে NTPC জানিয়েছে যে, উক্ত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৩০ বছরের বেশি হওয়া চলবেনা। তবে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রশিক্ষক পদের ক্ষেত্রে বয়স ৪০ এর মধ্যে হলেও চলবে। এছাড়া SC/ST, OBC ইত্যাদি শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় রয়েছে।

NTPC এর উক্ত পদ গুলির মাসিক বেতন

সংস্থার তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মাইনিং ওভারম্যান, ম্যাগাজিন ইনচার্জ, মেকানিক্যাল সুপারভাইজার, ইলেক্টিকাল সুপারভাইজার, বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রশিক্ষক এবং জুনিয়র মাইনিং সার্ভেয়ার পদের জন্য মাসিক ৫০,০০০ টাকা বেতন প্রদান করা হবে। অন্যদিকে মাইনিং স্যারদার পদের জন্য ৪০,০০০ টাকা প্রদান করা হবে।

NTPC এর উক্ত পদ গুলিতে আবেদন করার পদ্ধতি

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা careers.ntpc.co.in পোর্টালের মাধ্যমে অনলাইনে এই চাকরির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদন পক্রিয়া ১২ ডিসেম্বর ২০২৩ থেকে ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলবে। পাশাপাশি আরো জানিয়ে রাখি যে, আবেদন করার জন্য জেনারেল, EWS এবং OBC পুরুষ প্রার্থীদের ৩০০ টাকা করে আবেদন ফি প্রদান করতে হবে। তবে SC/ST/XSM category/Land Oustee শ্রেণী এবং মহিলা প্রার্থীদের এই আবেদন ফি দিতে হবে না।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment