চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর নিয়ে এসেছে ইন্ডিয়ান অয়েল (Indian Oil Corporation Limited), দেশ জুড়ে বিপুল সংখ্যাই নিয়োগ করতে চলেছে দেশের অন্যতম পেট্রলিয়াম সংস্থা। এদিন ইন্ডিয়ান অয়েল (IOCL) তাদের অফিসিয়াল পোর্টাল থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি প্রার্থীদের শিক্ষানবিশের পদে নিয়োগের আমন্ত্রণ জানিয়েছে। আসুন জেনেনি এই শিক্ষানবিশের পদে আবেদন করার পদ্ধতি, যোগ্যতা এবং বেতন সম্পর্কে।
IOCL Apprentice নিয়োগের শূন্যপদের বিবরণ
IOCL পোর্টাল থেকে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষানবিশ (Apprentice) এর মোট ১৮২০টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এই ১৮২০ টি শূন্যপদের মধ্যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন পদে নির্দিষ্ট পরিমান সংখ্যাই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে এক্ষেত্রে মোট ১৪৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে টেকনিসিয়ান এপ্রেন্টিসের ১৩৪টি শূন্যপদে এবং ট্রেড এপ্রেন্টিসের ১০টি শূন্যপদে নিয়োগ করা হবে। এছাড়া কোন রাজ্যে কোন পদে কত পরিমান নিয়োগ করা হবে তা জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
IOCL Apprentice পদে আবেদনের যোগ্যতা
জানিয়ে দি যে, ইন্ডিয়ান অয়েলের এই নিয়োগের অন্তর্গত বিভিন্ন বিভাগের বিভিন্ন পদে আবেদনের যোগ্যতা ভিন্ন ভিন্ন। তাই নির্দিষ্ট পদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা জানার জন্য অনুগ্রহ করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
এটাও পড়ুন RRC Railway Recruitment: 3000+ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেলওয়ে, আবেদন করুন শিক্ষানবিশ পদে
বয়সসীমার দিক থেকে IOCL জানিয়েছে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৪ এর মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য বয়সসীমায় ৫ বছরের ছাড়, OBC প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় এবং PwBD প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় প্রদান করা হবে।
উক্ত IOCL Apprentice পদে আবেদন করার পদ্ধতি
উক্ত IOCL Apprentice পদে আবেদন করার জন্য প্রার্থীদের https://www.iocl.com/ পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদন পক্রিয়া ১৬ই ডিসেম্বর ২০২৩ থেকে ৫ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে।