UIIC Recruitment: বিপুল সংখ্যক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে UIIC, আবেদন করুন অনলাইনে

ভালো বেতনের সঙ্গে চাকরির সুযোগ নিয়ে এসেছে UIIC (United India Insurance Co. Ltd.)। দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের একাধিক অ্যাসিস্ট্যান্ট (Assistant) পদে নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কো লিমিটেড। আসুন এই অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার পদ্ধতি, যোগ্যতা এবং বেতন সম্পর্কে জেনেনি।

UIIC অ্যাসিস্ট্যান্ট নিয়োগের শূন্যপদের বিবরণ

UIIC এর অফিসিয়াল পোর্টাল থেকে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট এর মোট ৩০০ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এই ৩০০ টি শূন্যপদে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন অফিসে এই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে (West Bengal Job)এই ৩০০টি পদের মধ্যে মাত্র ৪টি পদে নিয়োগ করা হবে। তবে জানিয়ে রাখি যে, প্রার্থীরা চাইলেই অন্য রাজ্যের শূন্যপদেও আবেদন করতে পারবে।

পাশাপাশি আরো জানিয়ে রাখি যে, এই ৩০০টি শূন্যপদের মধ্যে SC প্রার্থীদের জন্য ৩০টি পদ, ST প্রার্থীদের জন্য ২৬টি পদ, OBC প্রার্থীদের জন্য ৫৫টি পদ এবং EWS প্রার্থীদের জন্য ৩০ পদ বরাদ্দ করা হয়েছে।

এটাও পড়ুন SAIL Recruitment: ৫০ হাজারের বেতনে চাকরির সুযোগ, ম্যানেজমেন্ট ট্রেইনীর ৯২টি শূন্যপদে নিয়োগ করছে SAIL

UIIC অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের যোগ্যতা

UIIC অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো সিকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্রাজুয়েট (Graduate) হতে হবে। এছাড়া প্রার্থীকে উক্ত রাজ্যের স্থানীয় ভাষায় লিখা এবং পড়ায় পারদর্শী হতে হবে।

অন্যদিকে বয়সসীমার দিক থেকে জানানো হয়েছে যে, আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। জানিয়ে রাখি যে, সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছরের ছাড়, OBC প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় এবং PwBD প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় প্রদান করা হবে।

UIIC অ্যাসিস্ট্যান্ট পদের মাসিক বেতন

অ্যাসিস্ট্যান্ট পদের বেতনের বিষয়ে UIIC জানিয়েছে যে, প্রাথমিক ভাবে এই পদে কর্মচারীদের ৩৭,০০০ টাকার বেসিক বেতন প্রদান করা হবে। এর সঙ্গে শহর এবং এলাকার ভিত্তিতে অন্যান্য ভাতাও প্রদান করা হবে।

UIIC অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের পদ্ধতি

UIIC অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের uiic.co.in পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনের পক্রিয়া ১৮ই ডিসেম্বর ২০২৩ থেকে ৮ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে বলে জানিয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কো লিমিটেড।

জানিয়ে রাখি যে, উক্ত UIIC অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের ১০০০ করে টাকা আবেদন ফি প্রদান করতে হবে। তবে SC, S, PwBD এবং সংস্থার কর্মচারীদের শুধুমাত্র ২৫০ টাকা করে আবেদন ফি প্রদান করতে হবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment