Aadhaar Card: আরও ৩ মাস বাড়লো আধার কার্ডের এই সুবিধা, বিনামূল্যে করে নিন আধার কার্ড আপডেট

আজকের দিনে দেশে আধার কার্ড (Aadhaar Card) নেই এমন ব্যাক্তি নেই বললেই চলে। রেশন কার্ড, প্যান কার্ড, ফোন নম্বর এখন সবকিছুতেই আধার কার্ডের প্রয়জন হয়। সেই কারণেই এই অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্টটিকে সবসময় আপডেটেড করে রাখা দরকার। কিন্তু আধার কার্ড আপডেট করার জন্য খসাতে হয় গ্যাঁটের কড়ি। তবে বর্তমানে UIDAI এই কাজটি বিনামূল্যে করে নেওয়ার সুবিধা প্রদান করেছে।

বিনামূল্যে আধার কার্ড আপডেট

আধার সংস্থা UIDAI বর্তমানে এমন একটি সুবিধা নিয়ে আসছে যার অন্তর্গত আপনি বাড়িতে বসেই বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন। জানিয়েদি যে, এই সুবিধাটি গত ১৪ই ডিসেম্বর শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে এই সুবিধাটি আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে UIDAI সংস্থা। এখন এই সুবিধাটি ১৪ই মার্চ ২০২৪ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

কেন আধার কার্ড আপডেট করতে হবে

UIDAI-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, বিগত ১০ বছরে একবারও আপডেট না করা আধার কার্ড গুলিকে এখনই আপডেট করা উচিত। কিন্তু যেহেতু বর্তমানে এই কাজটি বিনামূল্যে করা যাচ্ছে সকলকেই এই আধার কার্ড আপডেট করে নিতে হবে। কারণ এখন আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করলে আগামী ১০ বছরের জন্য আর আপডেট করার দরকার পরবে না।

এটাও পড়ুন UIIC Recruitment: বিপুল সংখ্যক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে UIIC, আবেদন করুন অনলাইনে

কিভাবে বিনামূল্যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন?

  • আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য আপনাকে সবার প্রথমে আপনার মোবাইলে মাই আধার পোর্টাল https://myaadhaar.uidai.gov.in/ খুলতে হবে।
  • এরপর আপনার আধার নম্বর ও ওটিপি দিয়ে মাই আধার পোর্টালে লগইন করতে হবে।
  • মাই আধার পোর্টালে লগইন করার পর নিচের দিকে গিয়ে “Document Update” বিকল্প নির্বাচন করতে হবে।
  • আপনার আধার কার্ডের সমস্ত তথ্য যাচাই করে “Next” বিকল্পে ক্লিক করতে হবে।
  • এরপর ড্রপডাউন তালিকা থেকে পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমান চয়ন করতে হবে। (এক্ষেত্রে আপনি রেশন কার্ড, ভোটার কার্ড ইত্যাদি ব্যবহার করতে পারেন।)
  • আপনার চয়ন করা ডকুমেন্টেটিকে ছবি তুলে অথবা স্ক্যান করে আপলোড করে “Next” বিকল্পে করতে হবে।
  • এরপর সাবমিট করলেই আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপলোড হয়ে যাবে।
Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment