SAIL Recruitment: ৫০ হাজারের বেতনে চাকরির সুযোগ, ম্যানেজমেন্ট ট্রেইনীর ৯২টি শূন্যপদে নিয়োগ করছে SAIL

প্রতিমাসে ৫০ থেকে ৬০ হাজারের বেতনে চাকরির সুযোগ নিয়ে এসেছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL – Steel Authority of India Limited)। এদিন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ম্যানেজমেন্ট ট্রেইনী (Management Trainee) পদে নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়। আসুন উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগের বিস্তারিত তথ্য গুলি জেনেনি।

SAIL ম্যানেজমেন্ট ট্রেইনী নিয়োগের বিবরণ

জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গেছে যে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেইনীর মোট ৯২টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে। এবিষয়ে জানিয়ে রাখি যে, এই নিয়োগ ড্রাইভের অন্তর্গত শুধুমাত্র SC/ ST এবং OBC (NCL) শ্রেণীর প্রার্থীদেরই নিয়োগ করা হবে।

পাশাপাশি আরো জানিয়ে রাখি যে, উক্ত ৯২টি ম্যানেজমেন্ট ট্রেইনীর শূন্যপদের মধ্যে বিভিন্ন বিভাগের বিভিন্ন পদে এই নিয়োগ করা হবে। এক্ষেত্রে কেমিকাল ইঞ্জিনিয়ারিং (Chemical Engineering) এর ৩টি পদের মধ্যে ২টি তে ST এবং একটিতে OBC (NCL) শ্রেণীর প্রার্থী নিয়োগ করা হবে।

এইভাবেই সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering) এর ৩টি পদে একটি করে SC/ ST এবং OBC (NCL), ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (Electrical Engineering) এর ২৬টি পদের মধ্যে ৮টি পদে SC, ৬টি পদে ST এবং ১২টি পদে OBC (NCL), ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (Instrumentation Engineering) এর ৭টি পদের মধ্যে ২টি পদে SC, ৩টি পদে ST এবং ২টি পদে OBC (NCL), মেকানিকাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering) এর ৩৪টি পদে মধ্যে ১৩টি পদে SC, ১১টি পদে ST এবং ১০টি পদে OBC (NCL), মেটালার্জি ইঞ্জিনিয়ারিং (Metallurgy Engineering) এর ৫টি পদের মধ্যে ১টি পদে SC এবং ৪টি পদে OBC (NCL), মাইনিং ইঞ্জিনিয়ারিং (Mining Engineering) এর ১৪টি পদের মধ্যে ৫টি পদে SC, ২টি পদে ST এবং ৭টি পদে OBC (NCL) প্রার্থীদের নিয়োগ করা হবে।

এটাও পড়ুন NTPC Recruitment: ১১৪ টি শূন্যপদে নিয়োগ করছে NTPC, এখনই আবেদন করুন অনলাইনে

অর্থাৎ এই ৯২টি শূন্যপদের মধ্যে ৩০টি পদে SC প্রার্থীদের, ২৫টি পদে ST এবং ৩৭টি পদে OBC (NCL) প্রার্থীদের নিয়োগ করা হবে।

SAIL ম্যানেজমেন্ট ট্রেইনী পদে আবেদনের যোগ্যতা

উক্ত SAIL ম্যানেজমেন্ট ট্রেইনী পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিদের জানিয়েদি যে, ম্যানেজমেন্ট ট্রেইনী পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীকে কেমিকাল, সিভিল, ইলেকট্রিকাল, ইন্সট্রুমেন্টেশন, মেকানিকাল, মেটালার্জি অথবা মাইনিং বিভাগ থেকে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বেরের সাথে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রিধারী হতে হবে।

অন্যদিকে বয়সসীমার দিক থেকে SC/ ST প্রার্থীদের বয়সসীমা ৩৩ এবং OBC (NCL) প্রার্থীদের ৩১ বছরের মধ্যে হতে হবে।

SAIL ম্যানেজমেন্ট ট্রেইনী পদের বেতন

উক্ত SAIL ম্যানেজমেন্ট ট্রেইনী পদ গুলির জন্য ট্রেনিং চলাকালীন ৫০,০০০ – ১,৬০,০০০ পে-স্কেলের অন্তর্গত ৫০ হাজার টাকার মাসিক বেতন প্রদান করা হবে। একবছর ট্রেনিং পর যখন প্রার্থীরা আসিস্টান্ট ম্যানেজার হয়ে যাবে তখন ৬০,০০০ – ১,৮০,০০০ পে-স্কেলের অন্তর্গত ৬০ হাজার টাকার মাসিক বেতন প্রদান করা হবে।

SAIL ম্যানেজমেন্ট ট্রেইনী পদে আবেদনের পদ্ধতি

উক্ত পদে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের www.sail.co.in পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ৩১শে ডিসেম্বর ২০২৩ নির্ধারিত করা হয়েছে। জানিয়ে রাখি যে , আবেদন করার জন্য OBC (NCL) প্রার্থীদের ৭০০ টাকা এবং SC/ ST/ PwBD/ ESM এবং সংস্থার কর্মীদের ২০০ টাকার আবেদন ফি প্রদান করতে হবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment