Year 2023 End: বছর শেষ হওয়ার আগেই করতে হবে এই কাজ গুলি, নাহোলেই পড়বেন বিরাট সমস্যায়

দেখতে দেখতে একদম শেষের দিকে চলে এলো ২০২৩ সাল। আর মাত্র সপ্তাহের খানেক দিন বাকি রয়েছে ২০২৩ সালে। বছর শেষ হওয়ার সাথে সাথেই বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে নেওয়ার সময়সীমাও শেষ হতে চলেছে। ৩১ শে ডিসেম্বরের মধ্যে এই কাজ গুলি না সারতে পারলেই পড়তে হবে বিরাট সমস্যায়। আসুন সময় থাকতে এই গুরুত্বপূর্ণ কাজ গুলির বিষয়ে জেনেনি।

আপনার UPI অ্যাকাউন্ট বন্ধ হতে পারে

আজকের দিনে দেশের কোনায় কোনায় পৌঁছে গেছে UPI পেমেন্ট। তবে এবিষয়ে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই ৩১শে ডিসেম্বরেই বন্ধ হতে চলেছে হাজার হাজার UPI অ্যাকাউন্ট। NPCI তরফে জানানো হয়েছে যে, আপনার UPI অ্যাকাউন্ট যদি গত ১ বছরে ব্যবহৃত না হয়ে থাকে তাহলে তা পয়লা জানুয়ারি ২০২৪ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে

এক্ষেত্রে আপনি যদি গত এক বছরে পেমেন্ট নেওয়া অথবা পেমেন্ট করার জন্য আপনার UPI আইডি ব্যবহার না করে থাকেন তাহলে শীঘ্রই আপনাকে আপনার UPI আইডি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আপনার UPI আইডির মাধ্যমে পেমেন্ট করতে পারেন।

ডিম্যাট অ্যাকাউন্ট এবং মিউচুয়াল ফান্ড নমিনেশন

বর্তমানে বিনিয়োগের দিক থেকে মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবং এই সূত্রেই একটি গুরুত্বপূর্ণ কাজের সময়সীমা এই বছরই শেষ হতে চলেছে। মূলত ডিম্যাট অ্যাকাউন্টধারীদের তাদের নমিনেশন নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে যদি কোনো নমিনেশন ডিক্লেয়ার না করা থাকে তাহলে তাহলে তা আপনাকে ৩১শে ডিসেম্বরের মধ্যে তা করতে হবে।

সংশোধিত লকার চুক্তি জমা দিতে হবে

আপনার কাছে যদি একটি ব্যাংকের লকার থাকে তাহলে আপনাকে শীঘ্রই আপনার ব্যাংকে সংশোধিত লকার চুক্তি জমা দিতে হবে। এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, ৩১শে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে সংশোধিত লকার চুক্তি ব্যাংকে না জমা দিলে আপনাকে আপনার ব্যাংকের লকার খালি করতে হবে

এটাও পড়ুন AAI Recruitment: দুর্দান্ত বেতনে চাকরির সুযোগ, ১১৯ টি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে এয়ারপোর্ট অথরিটি

SBI অমৃত কলশ স্কিমের শেষ তারিখ

বিনিয়োগের দিক থেকে আরো একটি গুরুত্বপূর্ণ কাজের শেষ তারিখ এই বছরই শেষ হতে চলেছে। আপনি যদি SBI-এর অমৃত কলশ স্কিমের সুবিধা নিতে চান তাহলে আপনাকে ৩১শে ডিসেম্বরের মধ্যেই এই স্কীমে বিনিয়োগ করতে হবে। জানিয়ে রাখি যে, এই স্কিমের অন্তর্গত আপনি একটি ৪০০ দিনের এফডিতে ৭.৬ শতাংশের সুদের সাথে আপনার টাকা বিনিয়োগ করতে পারেন।

আয়কর রিটার্ন ফাইলিং

আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল ৩১শে জুলাই, তবে যে সমস্ত ব্যাক্তিরা ৩১শে জুলাইয়ের মধ্যে আইটিআর ফাইল করেননি তারা ৩১শে ডিসেম্বর মধ্যে লেট ফাইন প্রদান করে আয়কর রিটার্ন দাখিল করতে পারবে। তবে ৩১শে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে এই কাজটি না করতে পারলে আপনাকে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment