AAI Recruitment: দুর্দান্ত বেতনে চাকরির সুযোগ, ১১৯ টি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে এয়ারপোর্ট অথরিটি

ভালো বেতনের সঙ্গে সুরদান্ত চাকরির সুযোগ নিয়ে এসেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airports Authority of India)। এদিন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল পোর্টাল থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন বিভাগের অ্যাসিস্ট্যান্ট (Assistant) এর শূন্যপদে নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়। আসুন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এই অ্যাসিস্ট্যান্ট নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনেনি।

AAI অ্যাসিস্ট্যান্ট নিয়োগের শূন্যপদের বিবরণ

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১১৯টি শূন্যপদে এই নিয়োগ ড্রাইভটি আয়োজন করা হবে। এক্ষেত্রে এই ১১৯ টি শূন্যপদের মধ্যে ৭৫টি শূন্যপদে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant) নিয়োগ করা হবে। যার মধ্যে ফায়ার সার্ভিসের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ৭৩ টি শূন্যপদে এবং অফিস বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ২ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

অন্যদিকে ৪৪টি পদে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (Senior Assistant) নিয়োগ করা হবে। যার মধ্যে ২৫টিতে ইলেকট্রনিক বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ১৯টিতে অ্যাকাউন্টস বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।

AAI অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে যোগ্যতার মানদণ্ডগুলি ঠিক করা হয়েছে তা নিম্নরূপ।

ফায়ার সার্ভিস বিভাগের জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীকে ন্যূনতম দশম শ্রেণী পাস সহ মেকানিক্যাল / অটোমোবাইল / ফায়ার বিভাগ থেকে ৩ বছরের ডিপ্লোমা করতে হবে। অথবা প্রার্থীকে দ্বাদশ শ্রেণী পাস হতে হবে।

এর পাশাপাশি প্রার্থীর কাছে ড্রাইভিং লাইসেন্সও (Driving Licence) থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থীর কাছে ২ বছর আগে জারি করা লাইট মোটর ভেহিক্যাল লাইসেন্স অথবা ১ বছর আগে জারি করা মিডিয়াম ভেহিক্যাল লাইসেন্স থোবা হেভি ভেহিক্যাল লাইসেন্স থাকতে হবে।

অফিস বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীকে শুধুমাত্র গ্রাজুয়েট (Graduate) হতে হবে।

অন্যদিকে ইলেকট্রনিক বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীকে ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন/রেডিও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ডিপ্লোমা করতে হবে। এর পাশাপাশি প্রার্থীর কাছে ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন/রেডিও ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

এটাও পড়ুন Central Bank of India Recruitment: মাধ্যমিক পাশেই সেন্ট্রাল ব্যাংকে চাকরির সুযোগ, ৪৮৪ টি শূন্যপদে চলছে নিয়োগ

অ্যাকাউন্টস বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীকে B.Com. পাস হতে হবে। এর পাশাপাশি প্রার্থীর কাছে অ্যাকাউন্টস বিভাগের ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

AAI অ্যাসিস্ট্যান্ট পদের বেতন

উক্ত AAI জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদের পে স্কেল এবং গ্রেডে: Rs. 31000- 3% – 92000
অন্যদিকে AAI সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের পে স্কেল এবং গ্রেডে: Rs.36000- 3% – 110000

AAI অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের পদ্ধতি

উক্ত AAI অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের https://www.aai.aero/ পোর্টালের ক্যারিয়ার বিভাগে গিয়ে এই পদের জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদন পক্রিয়া আগামী ২৭শে ডিসেম্বর ২০২৩ থেকে শুরু হবে এবং ২৬শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে।

জানিয়ে রাখি যে, আবেদন করার জন্য প্রার্থীদের ১০০০ টাকা করে আবদেন ফি প্রদান করতে হবে। তবে SC, ST, এক্স-সার্ভিস ম্যান, মহিলা এবং AAI এর শিক্ষানবিশদের এক্ষেত্রে কোনো রকম আবেদন ফি প্রদান করতে হবে না।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment