LPG গ্যাস নিয়ে বছরের শেষে এলো সুখবর, শহরে-শহরে কমলো LPG সিলিন্ডারের দাম

বছরের শেষে LPG গ্যাস (Liquefied Petroleum Gas) নিয়ে উঠে আসছে একটি দুর্দান্ত সুখবর। দেশের তেল এবং গ্যাস উৎপাদপন সংস্থা গুলি শহরে শহরে এলপিজি গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে তেল সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা করে কমিয়েছে। আসুন জেনেনি কলকাতা সহ দেশের অন্যান্য শহর গুলিতে বর্তমানে কত টাকায় LPG সিলিন্ডার পাওয়া যাচ্ছে।

১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম

প্রতি সিলিন্ডার ৩৯ টাকা করে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমার পর বর্তমানে কলকাতা (Kolkata) তথা পশ্চিমবঙ্গে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এসে দাঁড়িয়েছে ১৮৬৯ টাকায়

অন্যদিকে রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭৫৭ টাকা ৫০ পয়সা, মুম্বাইয়ে ১৭১০ টাকা এবং চেন্নাইয়ে ১৯২৯ টাকা ৫০ পয়সা হয়েছে।

জানিয়েদি যে, এর আগে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় ১৯০৮ টাকা, দিল্লিতে ১৭৯৫ টাকা ৫০ পয়সা, মুম্বাইয়ে ১৭৪৯ টাকা এবং চেন্নাইয়ে ১৯৬৮ টাকা ৫০ পয়সা ছিল।

এটাও পড়ুন Year 2023 End: বছর শেষ হওয়ার আগেই করতে হবে এই কাজ গুলি, নাহোলেই পড়বেন বিরাট সমস্যায়

একদিকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমলেও ঘরোয়া ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। তবে এবিষয়ে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, নতুন বছরের শুরুতে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমার সম্ভাবনা রয়েছে।

জানিয়ে রাখি যে, বর্তমানে কলকাতা তথা পশ্চিমবঙ্গে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার প্রায় ৯৪০ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে উজ্জলা যোজনার সুবিধাভোগীরা ভর্তুকির পর আরও সস্তায় এলপিজি গ্যাসের সুবিধা নিতে পারেন। তবে উজ্জলা যোজনার সুবিধাভোগীরা যদি যদি শীঘ্রই তাদের এলপিজি খাতার সঙ্গে বায়োমেট্রিক যাচ্ছেই না করেন তাহলে তাদের উজ্জলা যোজনার ভর্তুকি বন্ধ হয়ে যাবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment