Central Bank of India Recruitment: মাধ্যমিক পাশেই সেন্ট্রাল ব্যাংকে চাকরির সুযোগ, ৪৮৪ টি শূন্যপদে চলছে নিয়োগ

মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীদের জন্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া (Central Bank of India Recruitment) নিয়ে এসেছে চাকরির দুর্দান্ত সুযোগ। বিপুল সংখ্যক সাফাই কর্মচারি কাম সাব-স্টাফের পদে নিয়োগের জন্য এদিন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। আসুন উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ ড্রাইভটির সম্পর্কে বিস্তারিত জেনেনি।

Central Bank of India সাফাই কর্মচারি নিয়োগের বিবরণ

এদিন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয় সেটির অনুযায়ী সাফাই কর্মচারি কাম সাব-স্টাফের মোট ৪৮৪ টি শূন্যপদে এই নিয়োগ করা হচ্ছে। এই ৪৮৪ টি শূন্যপদের মধ্যে বিভিন্ন সার্কেলের বিভিন্ন ব্রাঞ্চে এই নিয়গ করা হবে। এবিষয়ে গুজরাট সার্কেলের ৭৬টি শূন্যপদে, মধ্যপ্রদেশের ২৪টি, ছত্তিশগড়ের ১৪টি, দিল্লির ২১টি পদে, রাজস্থানের ৫৫টি পদে, ওড়িশার ২টি পদে, উত্তরপ্রদেশের ৭৮টি পদে, মহারাষ্ট্র এর ১১৮টি পদে, বিহারের ৭৬টি পদে এবং ঝাড়খণ্ড এর ২০টি পদে এই নিয়োগ করা হবে।

জানিয়ে রাখি যে, উক্ত পদে আবেদন করার জন্য আপনাকে উক্ত রাজ্যের বাসিন্দা হতে হবে বলে এমন কোনো শর্ত নেই। তাই অন্য রাজ্যের প্রার্থীরাও এই চাকরির জন্য আবেদন করতে পারবে।

Central Bank of India সাফাই কর্মচারি পদে আবেদনের যোগ্যতা

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এই সাফাই কর্মচারি চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতার দিন থেকে জানিয়েছে যে, উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম দশম শ্রেণী / SSC পাস হতে হবে। অন্যদিকে এটাও জানানো হয়েছে যে, উক্ত পদেআবেদন করার জন্য প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। তবে নেপাল, ভূটানের নাগরিক অথবা তিব্বতের রিফিউজি হলেও প্রার্থীরা আবেদন করতে পারবে।

অন্যদিকে বয়সসীমার দিক থেকে জানানো হয়েছে যে, আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। তবে প্রার্থী যদি SC, ST, OBC ইত্যাদি শ্রেণীর হলে তার জন্য বয়সের উর্দ্ধসীমায় আলাদা করে ছাড় রয়েছে।

Central Bank of India সাফাই কর্মচারি পদে নির্বাচন প্রক্রিয়া

উক্ত সাফাই কর্মচারি পদে মূলত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে স্থানীয় ভাষায় এই পরীক্ষাটি নেওয়া হবে এবং উক্ত পরীক্ষার নম্বরের উপর নির্ভর করেই এই পদে নিয়োগ করা হবে।

Central Bank of India সাফাই কর্মচারি পদে আবেদনের পদ্ধতি

উক্ত সাফাই কর্মচারি কাম সাব-স্টাফের চাকরি করতে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের http://www.centralbankofindia.co.in/ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদন পক্রিয়া ২০শে ডিসেম্বর ২০২৩ থেকে ৯ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে।

পাশাপাশি আরো জানিয়ে রাখি যে, উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের ৮৫০ টাকা করে আবেদন ফি প্রদান করতে হবে। তবে SC/ST/PwBD/EXSM প্রার্থীদের শুধুমাত্র ১৭৫ টাকা করে দিতে হবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment