Aadhaar Link: আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে জমি-জায়গা, সম্পত্তি লিঙ্ক করা নিয়ে শীঘ্রই বড়সড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র

প্যান কার্ড, রেশন কার্ডের পর এবার আধারের (Aadhaar Card) সাথে সম্পত্তি লিঙ্ক করাতে হবে। এবিষয়ে সম্প্রতি দিল্লি হাইকোর্টে দায়ের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রকে আধার এবং সম্পত্তি লিঙ্ক করার কথা বিবেচনা করে দেখার নির্দেশ দিয়েছে।

দুর্নীতি, কালো টাকাকে মোকাবিলা করার জন্য সাম্প্রতি দিল্লি হাইকোর্টে একটি আবেদন দায়ের করা হয়েছিল। যাতে বলা হয়েছিল যে, দুর্নীতি, কালো টাকাকে রুখতে সম্পত্তির নথি যেমন দলিল, প্রোপাটির কাগজ ইত্যাদি আধার সঙ্গে নথি ভুক্ত করা যেতে পারে।

পিটিশন অনুসারে, আধারের সাথে সম্পত্তির লিঙ্কিং বাধ্যতামূলক করা হলে, কালো টাকা এবং বেনামি সম্পত্তির ট্র্যাক রাখা খুবই সহজ হবে। এছাড়া উক্ত পিটিশনে আরো বলা হয় যে, সরকার যদি সম্পত্তিকে আধারের সাথে সংযুক্ত করলে দেশের নির্বাচন পক্রিয়াও পরিষ্কার হবে।

এটাও পড়ুন WB Holiday: পুজোর ছুটি বাতিল করলো রাজ্য, দূর্গা পুজোতে পড়ুয়ারা আর পাবেনা টানা ছুটি

পাশাপাশি সম্পত্তির সাথে আধার লিঙ্ক করা কেন্দ্রকে কালো টাকা খুঁজে বের করতে সাহায্য করতে পারে, যা প্রায়শই সন্ত্রাস, নকশালবাদ, জুয়া, মানি লন্ডারিং ইত্যাদির মতো অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে।

উক্ত আবেদনের শুনানিতে বিচারপতি রাজীব শাকধের এবং গিরিশ কাঠপালিয়ার বেঞ্চ এর তরফে জানানো হয় যে, এটি নীতিগত সিদ্ধান্ত হওয়ার কারণে আদালত সরাসরি কেন্দ্রকে এবিষয়ে কোনো আদেশ দিতে পারবেনা। তবে আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রকে এবিষয়ে একটি সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে।

বিচারপতি রাজীব শাকধের বলেন যে, নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আদালতের কাছে তেমন বিশেষ ক্ষমতা নেই। এছাড়া আধারের সঙ্গে সম্পত্তি, জমি-জায়গা লিঙ্ক করার ভালো খারাপ দিক টাও বিবেচনা করা দেখতে হবে। তাই কেন্দ্রের উপরেই এই সিদ্বান্তের দায়িত্ব দেওয়ার সবথেকে ভালো হবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment