WB Holiday: পুজোর ছুটি বাতিল করলো রাজ্য, দূর্গা পুজোতে পড়ুয়ারা আর পাবেনা টানা ছুটি

পুজোর ছুটি নিয়ে বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। রাজ্য সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুজোর ছুটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সামনের বছর থেকে পুজোতে থাকছেনা আর লম্বা ছুটি। আসুন বিস্তারিত জেনেনি সামনের বছর দূর্গা পুজোর ছুটির সম্পর্কে।

এ রাজ্যে পুজোর মরসুমে, মূলত দূর্গা পূজা, লক্ষি পূজা, দীপাবলি এবং ভাই ফোঁটার দরুন দূর্গা পুজো থেকে ভাই ফোঁটা পর্যন্ত স্কুল বন্ধ থাকে। তবে সামনের বছর থেকে এই লম্বা ছুটি আর থাকছেনা।

এবিষয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এদিন জানান যে, সামনের বছর দূর্গা পূজা এবং লক্ষী পূজার দরুন ৭ই অক্টোবর থেকে ১৮ই অক্টোবর পর্যন্ত স্কুলের ছুটি থাকবে। তারপর আবার স্কুলে পঠন-পাঠন শুরু হবে। অর্থাৎ দূর্গা পূজা এবং লক্ষী পূজার ১১ দিন ছুটি কাটানোর পর আবার স্কুল শুরু হবে।

এক্ষেত্রে কালী পূজা, দীপাবলি এবং ভাই ফোঁটার জন্য আবার ৩১শে অক্টোবর থেকে ৪ই নভেম্বর পর্যন্ত স্কুলে ছুটি পরবে। অর্থাৎ সবমিলিয়ে ২০২৪ সালে পুজোর মরসুমে প্রায় ১৫ দিন ছুটি পাবে পড়ুয়ারা।

এটাও পড়ুন LPG Biometric: ঘরে বসেই বিনামূল্যে করেনিন LPG গ্যাসের বায়োমেট্রিক যাচাই, দেখে নিন সহজ পদ্ধতিটি

জানিয়ে রাখি যে, এবছর অর্থাৎ ২০২৩ সালে পুজোর মরসুমে স্কুলের পড়ুয়ারা ২৬ দিন ছুটি পেয়েছিলো। অর্থাৎ সামনের বছর প্রায় ১০ দিনের মতো ছুটি কমতে চলেছে।

এবিষয়ে রাজ্যের তরফে জানানো হয়েছে যে, রাজ্যের শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে গরমের কারণে রাজ্যে অনেক সময়ই আকস্মিক ছুটি জারি হয়ে যাই। যার কারণে পড়ুয়াদের পড়াশোনায় বিঘ্ন আসে। পুজোর সময়ের এই ছুটি গুলি বাতিল করে সেই ঘাটতিকে পূরণ করা যেতে পারে।

তবে এবিষয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে ২০২৪ এর ছুটির ক্যালেন্ডার জারি করা হয়নি। অফিসিয়াল ভাবে ছুটির ক্যালেন্ডার প্রকাশিত হলে গ্রীষ্মকালীন ছুটি, পুজোর ছুটি সহ অন্যান্য ছুটির বিষয়ে জানা যাবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment