Income Tax Recruitment: আয়কর বিভাগে চলছে বিপুল সংখ্যাই নিয়োগ, আবেদন করুন অনালাইনে

আয়কর বিভাগ (Income Tax Department) এর তরফে নিয়ে আসা হয়েছে চাকরির দুর্দান্ত সুযোগ। ইনকাম ট্যাক্স মুম্বাই ডিপার্টমেন্টের একাধিক বিভাগের একাধিক শূন্যপদে নিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে স্পোর্টস পার্সনদের। আসুন বিস্তারিত জেনেনি আয়কর বিভাগের এই নিয়োগ ড্রাইভটির সম্পর্কে।

আয়কর বিভাগের শূন্যপদের বিবরণ

উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ইনকাম ট্যাক্স মুম্বাই ডিপার্টমেন্টের অন্তর্গত মোট ২৯১টি শূন্যপদে এই নিয়োগটি আয়োজন করা হয়েছে। এই ২৯১ টি পদের মধ্যে মাল্টি টাস্কিং স্টাফ এর ১৩৭টি পদে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এর ১১৯টি পদে, স্টেনোগ্রাফারের ১৮টি পদে, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পদের ১৪টি পদে এবং ক্যান্টিন অ্যাটেনডেন্ট এর ৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।

আয়কর বিভাগের উক্ত পদ গুলিতে আবেদন করার যোগ্যতা

আগেই জানিয়েদি যে, ইনকাম ট্যাক্স মুম্বাই ডিপার্টমেন্টের উক্ত পদ গুলিতে স্পোর্টস কোটার অন্তর্গত শুধুমাত্র স্পোর্টস পার্সনদের নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে অ্যাথলেটিক্স, ব্যাটমিন্টন, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল সহ মোট ৩৩ টি খেলার খেলোয়ারা উক্ত চাকরিতে আবেদন করতে পারবে।

অন্যদিকে শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও কয়েকটি যোগ্যতার মানদণ্ড রয়েছে। মাল্টি টাস্কিং স্টাফ ও ক্যান্টিন অ্যাটেনডেন্ট এর পদের ক্ষেত্রে প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। একই ভাবে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ও ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পদের জন্য একটি সিকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী হতে হবে। এবং স্টেনোগ্রাফার পদের জন্য প্রার্থীকে দ্বাদশশ্রেণী পাস হতে হবে।

এটাও পড়ুন Aadhaar Link: আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে জমি-জায়গা, সম্পত্তি লিঙ্ক করা নিয়ে শীঘ্রই বড়সড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র

বয়সসীমার দিক থেকে মাল্টি টাস্কিং স্টাফ ও ক্যান্টিন অ্যাটেনডেন্ট এর প্রার্থীদের ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অন্যদিকে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদের জন্য ১৮ থেকে ২৭ বছর এবং ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পদের জন্য ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আয়কর বিভাগের উক্ত পদ গুলির বেতন

বেতনের বিষয়ে আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে যে, মাল্টি টাস্কিং স্টাফ ও ক্যান্টিন অ্যাটেনডেন্ট পদের জন্য ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকার মাসিক বেতন প্রদান করা হবে। অন্যদিকে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদের জন্য ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা এবং ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পদের জন্য ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকার মাসিক বেতন প্রদান করা হবে।

আয়কর বিভাগের উক্ত পদ গুলিতে আবেদন করার পদ্ধতি

উক্ত পদ গুলিতে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের incometaxmumbai.gov.in পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের ২০০ টাকা করে আবেদন ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে জানিয়ে রেকজি যে, আবেদন পক্রিয়া ১৯শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত খোলা থাকবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment