ডিএ ধর্মঘট নিয়ে কড়া নবান্ন দফতর, আগামীকাল সরকারি কর্মীরা DA Strike ধর্মঘটে অংশ নিলে পাঠানো হবে শোকজ নোটিশ!

আগামীকাল যেসব সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ এর দাবিতে DA Strike আন্দোলন করতে চলেছে, এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য প্রশাসন। যৌথ সংগ্রামী মঞ্চের তরফে আগামী ১০ মার্চ যে DA Strike ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তা ব্যর্থ করতে আজ নবান্নের তরফ থেকে ফের কড়া নির্দেশিকা জারি করা হল। এই নির্দেশিকায় নবান্ন দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী ১০ মার্চ সমস্ত সরকারি কর্মচারীদের বেলা ১১টার মধ্যে তাদের দফতরে হাজিরা দিতে হবে। যথাযোগ্য কারণ না দেখিয়ে যেসব কর্মীরা অনুপস্থিত থাকবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার।

wb government take tough steps against da strike

প্রসঙ্গত, সরকারি কর্মচারীদের একাংশ দীর্ঘদিন ধরেই বকেয়া DA এর দাবিতে আন্দোলন করছে। কর্মচারীরা ৩৯ শতাংশ DA এর দাবি করেছে রাজ্য সরকারের কাছে। বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকার মাত্র ৬ শতাংশ DA লাগু করেছে। কিন্তু এই পরিমাণ ডিএ তে খুশি নয় সরকারি কর্মচারীদের একাংশ। অখুশি কর্মচারীরা হুশিয়ারি দিয়েছে, ৩৯ শতাংশ DA না মেটালে তারা আরও বৃহত্তর DA Strike আন্দোলন করবে।

আরও খবর পড়ুন: 👇👇👇

👉 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য শীঘ্রই আসতে চলেছে সুখবর, হোলির পরেই বাড়বে বেতন, জেনে নিন সর্বশেষ আপডেট

👉 Aadhaar-PAN Link: এখনও প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করানো হয়নি? জেনে নিন কেন এটি খুবই গুরুত্বপূর্ণ

👉 এবার থেকে এই ৫টি নগদ লেনদেনেও নোটিশ পাঠাবে আয়কর, জেনে নিন নতুন নিয়ম, নাহলে পরে সমস্যায় পড়তে হবে

👉 Small Business Ideas: এখন ঘরে বসেই আয় করতে পারবেন মহিলারা, জেনে নিন মহিলাদের জন্য সেরা ১০টি ব্যবসা

গত ফেব্রুয়ারির ২০ এবং ২১ তারিখে ডিএ আন্দোলনকারীরা রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিলো। সেইসময় আন্দোলনে সার্বিকভাবে সকল কর্মচারী অংশগ্রহণ না করলেও বিক্ষিপ্ত ভাবে বেশকিছু সরকারি কর্মচারী অংশ নিয়েছিলেন। কিন্তু আগামীকাল সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ডিএ ইস্যুতে বৃহত্তর বনধের (DA Strike) ডাক দেওয়া হয়েছে। আর এই ধর্মঘটকে বামপন্থী সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটির তরফ থেকে সমর্থন জানানো হয়েছে। যার ফলে ধর্মঘটের প্রভাব পড়তে পারে স্কুল কলেজ এবং বিভিন্ন সরকারি দফতরগুলিতে।

তাই এবার DA Strike বনধ ব্যর্থ করতে বেশ কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য প্রশাসন। রাজ্য সরকার একপ্রকার হুশিয়ারি দিয়ে জানিয়েছে আগামিকাল সরকারি কর্মচারীদের যেকোনো মূল্যে দফতরে উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে কর্মচারীরা কোনও ক্যাজুয়াল লিভ বা ছুটি নিতে পারবে না। যেসব সরকারি কর্মচারীরা আগামিকাল উপযুক্ত কারণ ছাড়া অনুপস্থিত থাকবেন তাদেরকে দফতর থেকে শোকজ নোটিশ পাঠানো হবে বলে জানানো হয়েছে। শোকজ নোটিশের উত্তরে উপযুক্ত কারণ না দেখাতে পারলে তাঁদের বিভাগীয় তদন্তের মুখোমুখি হতে হবে বলেও জানানো হয়েছে। তবে এক্ষেত্রে যেসব কর্মীদের আগে থেকে ছুটি মঞ্জুর করা হয়েছে তাঁদের ছুটি গ্রাহ্য থাকবে। বাকী সমস্ত সরকারি কর্মচারীদের সকাল ১১ মধ্যে দফতরে হাজিরা দিতে নির্দেশ করা হয়েছে।

একদিকে যেমন রাজ্যজুড়ে শিশুদের মধ্যে অ্যাডিনোভাইরাসের (Adenovirus) সংক্রমণ দিনকে-দিন বেড়েই চলেছে অন্যদিকে আগামীকাল থেকে মাধ্যমিকের উত্তরপত্র বিতরণ প্রক্রিয়া শুরু হচ্ছে, তাই এইসময় অহেতুক ছুটি বা বনধের দাবি রাজ্য সরকার কোনও প্রকারে মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আগামীকাল যারা কোনও রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত রাজ্য সরকার।

এদিকে আন্দোলনকারী কর্মচারীদের বক্তব্য, পশ্চিমবঙ্গ সার্ভিস রুল (১৯৮০) কর্মচারীদের ধর্মঘট করার অধিকার দেয়। তাই আগামীকাল DA Strike ধর্মঘট করার মৌলিক অধিকার তাদের আছে, এবং যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবে।

আরও খবর পড়ুন: 👇👇👇

👉 LIC Plan: এলআইসি-র এই স্কিমে 58 টাকা জমা করলে পাওয়া যাবে 8 লাখ টাকা, জানুন কিভাবে

👉 Small Business Idea: গ্রীষ্মকালে শুরু করুন এই ব্যবসা, কম খরচে হবে প্রচুর লাভ, জেনে নিন কীভাবে ব্যবসা শুরু করবেন

👉 মেয়েদের জন্য OPPO লঞ্চ করলো নতুন ফোন, সবাই এর ফিচার ও লুক দেখে ফ্যান হয়ে যাচ্ছে, দাম খুবই কম

👉 এই সবজি চাষ করলে খুব অল্প সময়েই কোটিপতি হয়ে যাবেন, শুধু ভারতেই নয় বিদেশেও এর চাহিদা রয়েছে

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment