১/৪: শীঘ্রই, কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ/ডিআর বৃদ্ধি হতে চলেছে। মোদী সরকার হোলির পরেই সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে, যার ফলে একধাপে অনেকটাই বেতন বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর আগামী সপ্তাহে সপ্তম বেতন কমিশনের আওতায় সরকারী কর্মচারীদের ডিএ (Dearness Allowance) এবং ডিআর (Dearness Relief) ৪% বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসিক বেতনে ৭০০-২৩০০ টাকার বৃদ্ধি দেখা যাবে। তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ডিএ/ডিআর বৃদ্ধির কোনো নিদিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তাই এ বিষয়ে অফিসিয়াল আদেশ না আসা পর্যন্ত সরকারি কর্মচারীদের অপেক্ষা করতে হবে।
২/৪: কত শতাংশ ডিএ বাড়বে: আগামী সপ্তাহেই কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বাম্পার বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার কর্মচারীদের ডিএ প্রায় ৪ শতাংশ বাড়ানোর ঘোষণা করতে পারে সরকার। বর্তমানে কর্মীরা প্রায় ৩৮ শতাংশ ডিএ সুবিধা পাচ্ছেন। এর পরে, ডিএ ৪ শতাংশ বাড়ানো হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিএ হার বেড়ে ৪২% হবে।
আরও খবর পড়ুন: 👇👇👇
👉 Aadhaar-PAN Link: এখনও প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করানো হয়নি? জেনে নিন কেন এটি খুবই গুরুত্বপূর্ণ
👉 এবার থেকে এই ৫টি নগদ লেনদেনেও নোটিশ পাঠাবে আয়কর, জেনে নিন নতুন নিয়ম, নাহলে পরে সমস্যায় পড়তে হবে
👉 Small Business Ideas: এখন ঘরে বসেই আয় করতে পারবেন মহিলারা, জেনে নিন মহিলাদের জন্য সেরা ১০টি ব্যবসা
৩/৪: এর ফলে কর্মীদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন ৭২০ টাকা এবং সর্বোচ্চ ২২৭৬ টাকা বৃদ্ধি পাবে। আপনাকে জানিয়ে রাখি কেন্দ্র সরকার প্রতি বছর দুবার ডিএ হার বাড়ায়, যার হারগুলি জানুয়ারি এবং জুলাই মাসে কার্যকর হয়। শেষবার ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল সেপ্টেম্বর মাসে, সেবার ডিএ ৩৪% থেকে বাড়িয়ে ৩৮% করা হয়েছিল।
৪/৪: কর্মচারীদের বেতন বাড়বে: শীঘ্রই কেন্দ্রীয় কর্মীদের বেতন বাড়াবে মোদী সরকার। যদি কোনো কেন্দ্রীয় কর্মচারীর মাসিক বেতন ১৮,০০০ টাকা হয়। সেক্ষেত্রে তিনি আগে ৩৮% ডিএ হিসাবে ৬৮৪০ টাকা ডিএ পেতেন, কিন্তু এবার ৪% ডিএ বেড়ে ৪২% হলে তিনি মাসে ৭৫৬০ টাকা ডিএ পাবেন। অর্থাৎ মাসে তিনি ৭২০ টাকা বেশি ডিএ পাবেন। এই অনুসারে, কর্মচারীদের বেতন বার্ষিক ভিত্তিতে ৮৬৪০ টাকা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এতে উপকৃত হবেন প্রায় এক কোটি কর্মচারী ও পেনশনভোগীরা।
আরও খবর পড়ুন: 👇👇👇
👉 Tulsi Vastu Tips: রাতারাতি আপনার ভাগ্য বদলে দেবে তুলসী গাছ, জেনে নিন কিভাবে
👉 এই সবজি চাষ করলে খুব অল্প সময়েই কোটিপতি হয়ে যাবেন, শুধু ভারতেই নয় বিদেশেও এর চাহিদা রয়েছে