কলেজ ও বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য সুখবর ওপেন হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল, জানুন কবে থেকে কোন কোন ছাত্র-ছাত্রীরা এই পোর্টালে নতুন রেজিষ্টেশন করতে পারবে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপগুলির মধ্যে একটি হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ (SVMCM Scholarship)। অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা লাভে আর্থিক সহায়তা করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই স্কলারশিপটি প্রদান করা হয়। ইতিমধ্যেই (17 আগস্ট 2022 থেকে) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ-এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর এই মুহুর্তে কলেজ বা বিশ্ববিদ্যালয় (UG, PG, B.Ed, Diploma, D.El.Ed, Engineering) স্টুডেন্টদের জন্যও স্কলারশিপের পোর্টাল ওপেন করে দেওয়া হয়েছে এবং খুব শীগ্রই তারা এই স্কলারশিপের অনুদান পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে।
তবে এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুবই গুরত্বপূর্ণ একটি তথ্য পাওয়া যাচ্ছে, যার কারণে এবছর পর্যাপ্ত নাম্বার থাকলেও সকল মেধাবী ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে না।
কি সেই গুরত্বপূর্ণ তথ্য, কারা এইবছর স্কলারশিপে আবেদন করতে পারবে, কি এলিজিবল ক্রায়টেরিয়া রয়েছে এবং একইসাথে রিনিউয়াল-এর প্রসেস কি রয়েছে এই সব বিষয়গুলি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানানো হবে। তাই আপনি যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নতুন নিয়ম অনুযায়ী কারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে না?
নতুন নিয়ম অনুযায়ী এবছর পর্যাপ্ত মার্কস থাকার সত্ত্বেও কিছু ছাত্র-ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুদানের জন্য আবেদন করতে পারবেন না। SVMCM পোর্টালে প্রকাশিত তথ্য অনুসারে, যেসকল ছাত্র-ছাত্রী 2021 সাল অথবা তার পূর্বে উচ্চমাধ্যমিক (HS) পাস করেছে কিন্তু কোনো কারণ বশত সেইবছর কলেজে ভর্তি না হয়ে 2022 সালে কলেজে ভর্তি হয়েছে, তারা উচ্চমাধ্যমিকে 60% নম্বর থাকার সত্ত্বেও SVMCM 2022 স্কলারশিপে আবেদন করতে পারবে না। একইভাবে যেসকল স্টুডেন্টরা 2021 বা তার আগে গ্র্যাজুয়েশন (UG) পাস করে এইবছর পোস্ট গ্র্যাজুয়েশন (PG) কোর্সে ভর্তি হচ্ছে, তারা গ্র্যাজুয়েশন কোর্সে 53% নাম্বার পেয়ে থাকলেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুদানের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ এবারের নিয়ম অনুসারে ড্রপ আউট স্টুডেন্টরা SVMCM স্কলারশিপে আবেদন করার জন্য এলিজিবল নয়।
আরও পড়ুন: Colgate Scholarship -এই স্কলারশিপে আবেদন করলেই পড়ুয়ারা পাবে মোটা অঙ্কের টাকা
তাহলে কারা এইবছর SVMCM স্কলারশিপে আবেদন করতে পারবে?
১. স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে জানানো হয়েছে, যে সকল স্টুডেন্টরা 2022 সালে উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে পর্যাপ্ত নাম্বার নিয়ে পাশ করেছে তারাই পরবর্তী কোর্সে ভর্তি হয়ে পঠন পাঠনের জন্য SVMCM স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে।
২. আবেদনকারী স্টুডেন্টের পারিবারিক বাৎসরিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে।
৩. আবেদনকারীকে স্টুডেন্টকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কবে থেকে স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য ডিগ্রী কোর্সের স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে?
ইতিমধ্যেই স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য ডিগ্রী কোর্সের (UG, PG, B.Ed, Diploma, D.El.Ed, Engineering) স্টুডেন্টদের জন্য SVMCM স্কলারশিপের পোর্টাল লিংক ওপেন করে দেওয়া হয়েছে। তবে এই পোর্টালে অনলাইন ফর্ম ফিলাপ প্রক্রিয়া এখনো শুরু হয়নি। SVMCM অফিসিয়াল ওয়েবসাইটে আপাতত এবিষয়ে কোনো তথ্যও প্রকাশ করা হয়নি। অবশ্য সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীগ্রই সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরে পুজোর ছুটির পরে রেজিষ্টেশন এবং রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত অন্যান্য জরুরি আপডেট পেতে বাংলার শিক্ষা নিউজ পোর্টালের টেলিগ্রাম চ্যানেলে আজই যুক্ত হন।
আরও পড়ুন : পোস্ট অফিসের স্কিমে পান দ্বিগুণ টাকা, 2 লক্ষ টাকায় 4 লক্ষ টাকা পাওয়া যাবে
আরও পড়ুন : এলআইসির(LIC) সস্তা বীমা প্ল্যানে প্রতিদিন 28 টাকা বাঁচিয়ে পান 2.3 লক্ষ, জানুন