কোলগেট স্কলারশিপ প্রোগ্রামে (Colgate Scholarship 2022 Apply Now) আবেদন করলেই পড়ুয়ারা পাবে বিশাল অঙ্কের টাকা, জানুন বিস্তারিত।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে পড়াশুনা করা স্টুডেন্টদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকার সময়ে সময়ে বিভিন্ন ধরনের স্কলারশিপ বৃত্তি প্রকল্প নিয়ে আসে। তবে আজকের দিনে বহু নামি বেসরকারি সংস্থাও পড়ুয়াদের সাহায্য করার জন্য এগিয়ে আসছে। ঠিক এমনই এক বেসরকারি সংস্থা কোলগেট (Colgate Scholarship) এবার মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশ স্টুডেন্টদের জন্য নিয়ে এসেছে বিশাল অঙ্কের স্কলারশিপ বৃত্তি।
অর্থের অভাবে যেসব যোগ্য ও মেধাবী ছাত্র ছাত্রীরা তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারে না, তাদের সহায়তা প্রদানের লক্ষ্যে কোলগেট কোম্পানি ‘কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপ’ (Keep India Smiling Foundational Scholarship) নামক স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে এসেছে। এই স্কলারশিপে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক অথবা যেকোনো পেশাদার বিভাগের ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে। কোলগেটের এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করলেই বছরে 20000 – 30000 টাকার স্কলারশিপ বৃত্তি পাওয়া যাবে। কোলগেট স্কলারশিপে (Colgate Scholarship) কারা এবং কীভাবে আবেদন করতে পারবে, কোন স্তরে কত টাকা পাওয়া যাবে, আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগাবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো।
কোলগেট স্কলারশিপে কারা আবেদন করতে পারবে?
যেসব পড়ুয়ারা 2022 সালে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস করে পরবর্তী শ্রেণীতে ভর্তি হয়েছে, শুধুমাত্র তারাই এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবে। এক্ষেত্রে মাধ্যমিক পাস স্টুডেন্টদের মাধ্যমিক পরীক্ষায় (ক্লাস 10 বোর্ড পরীক্ষায়) কমপক্ষে 75% নম্বর এবং উচ্চমাধ্যমিক পাশ করা স্টুডেন্টদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় (ক্লাস 12 বোর্ড পরীক্ষায়) ন্যূনতম 60% নম্বর পেতে হবে।
এই স্কলারশিপ প্রোগ্রামের এলিজিবল ক্রায়টেরিয়া কি?
১. 2022 সালে ক্লাস 10 বোর্ড পরীক্ষায় কমপক্ষে 75% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে (একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে যারা আবেদন করতে চাই)। 2022 সালে ক্লাস 12 বোর্ড পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে (স্নাতক অথবা BE/ B.Tech/ BDS/ MBBS/ অন্যান্য কোর্সের প্রথম বর্ষে যারা আবেদন করতে চাই)।
২. বার্ষিক পারিবারিক আয় 5 লক্ষ টাকার কম হতে হবে।
আরও পড়ুন : কলেজ ও বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য সুখবর, ওপেন হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল
৩. প্রার্থীকে ভারতের যেকোনো স্বীকৃত স্কুল/ কলেজ/ ইনস্টিটিউটে ভর্তি হতে হবে।
কোলগেট স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাওয়া যাবে?
কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপ প্রোগ্রামে (কোলগেট স্কলারশিপ) মূলত তিন ধরনের কোর্সের জন্য টাকা দেওয়া হয়। এবং প্রতিটা কোর্সের ক্ষেত্রে টাকার পরিমাণটা আলাদা আলাদা হয়। মাধ্যমিক পাস পড়ুয়াদের জন্য (একাদশ + দ্বাদশ) বার্ষিক 20,000 টাকা দেওয়া হয়। স্নাতক কোর্সের পড়ুয়াদের 3 বছরের জন্য বার্ষিক 30,000 টাকা দেওয়া হয়। আর পেশাদার বিভাগের পড়ুয়াদের 4 বছরের জন্য বার্ষিক 30,000 টাকা করে দেওয়া হয়।
কোলগেট স্কলারশিপে আবেদন করার পদ্ধতি:
কোলগেট স্কলারশিপে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে হয়। এর জন্য সবার প্রথমে www.buddy4study.com/page/keep-india-smiling-foundational-scholarship-programme পেজটি ওপেন করুন।
এরপর Apply Now অপশনে ক্লিক করে নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি ও পাসওয়ার্ড লিখে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে।
তারপর Start Application অপশনে ক্লিক করে, যাবতীয় জরুরি তথ্য লিখে ফর্মটি ফিলাপ করে সাবমিট করে দিন।
এই স্কলারশিপে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে?
কোলগেট স্কলারশিপে আবেদন করতে নিম্নলিখিত ডকুমেন্ট গুলো দরকার পড়বে।
- পাসপোর্ট সাইজের রঙিল ছবি
- বৈধ আইডি প্রুফ (আধার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ ভোটার কার্ড/ প্যান কার্ড)
- ইনকাম সার্টিফিকেট/ বিপিএল সার্টিফিকেট/ খাদ্য নিরাপত্তা শংসাপত্র
- মাধ্যমিক মার্কশিট/ উচ্চমাধ্যমিক মার্কশিট
- নতুন ক্লাসে ভর্তির ফি রসিদ/ কলেজ আইডি কার্ড
জানুন, কোলগেট স্কলারশিপ 2022 আবেদনের লাস্ট ডেট কবে?
কোলগেট স্কলারশিপ 2022-23 প্রোগ্রামে আবেদনের লাস্ট ডেট 31শে ডিসেম্বর, 2022। আপাতত কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপ প্রোগ্রামে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু আছে। তাই যেসব পড়ুয়ারা স্কলারশিপে অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তারা শীঘ্রই আবেদন করে নিন।
আরও পড়ুন : পোস্ট অফিসের স্কিমে পান দ্বিগুণ টাকা, 2 লক্ষ টাকায় 4 লক্ষ টাকা পাওয়া যাবে
আরও পড়ুন : এলআইসির(LIC) সস্তা বীমা প্ল্যানে প্রতিদিন 28 টাকা বাঁচিয়ে পান 2.3 লক্ষ, জানুন