এই পুজোর মরসুমে নরেন্দ্র মোদী সরকার (Modi Government) কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করতে পারে৷ মিডিয়া রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে যে, কেন্দ্রীয় সরকার দীপাবলির আগেই ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুসংবাদ ঘোষণা করতে পারে। মিডিয়া রিপোর্টে অনুমান করা হচ্ছে যে সরকার বর্তমান 42 শতাংশ থেকে 4 শতাংশ ডিএ (মহার্ঘ ভাতা) বাড়িয়ে 46 শতাংশ ডিএ করা হবে।সূত্রের অনুযায়ী সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশের উপর ভিত্তি করে, এই ডিএ বাড়ানো হবে।
46 শতাংশ DA অনুযায়ী সরকারি কর্মচারীদের কতটা বেতন বাড়বে?
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 42 শতাংশ করে ডিএ বৃদ্ধি পাচ্ছেন। 4 শতাংশ ডিএ বৃদ্ধির পর কর্মচারীরা ৪৬ শতাংশ হরে ডিএ পাবে। এই হিসাবে 18,000 টাকার মূল বেতনের উপর একটি কর্মচারী আগের তুলনায় বাৎসরিক 8640 টাকা এবং 56,900 টাকার মূল বেতনের উপর একটি কর্মচারী বাৎসরিক 27,312 টাকার অতিরিক্ত বেতন পাবেন। নিম্নে একটু ভালো করে হিসাবটা দেখানো হলো:
বেসিক বেতন = 18,000 টাকা
বর্তমান 42 শতাংশ DA = প্রতি মাসে 7,560 টাকার মহার্ঘ ভাতা
৪৬ শতাংশে নতুন DA = প্রতি মাসে 8,280 টাকার মহার্ঘ ভাতা
অর্থাৎ DA বৃদ্ধির পর 18,000 টাকার মূল বেতনের একটি সরকারি কর্মচারীরা প্রতিমাসে আগের তুলনায় 8,280 টাকা – 7,560 টাকা = 720 টাকা অতিরিক্ত পাবে, যা বছরে প্রায় 8,640 টাকা হয়।
অন্যদিকে, বেসিক বেতন = 56,900 টাকা
বর্তমান 42 শতাংশ DA = প্রতি মাসে 23,898 টাকার মহার্ঘ ভাতা
৪৬ শতাংশে নতুন DA = প্রতি মাসে 26,174 টাকার মহার্ঘ ভাতা
অর্থাৎ DA বৃদ্ধির পর 56,900 টাকার মূল বেতনের একটি সরকারি কর্মচারীরা প্রতিমাসে আগের তুলনায় 26,174 টাকা – 23,898 টাকা = 2,276 টাকা অতিরিক্ত পাবে, যা বছরে প্রায় 27,312 টাকা হয়।