Bank Holiday: দেশ জুড়ে ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন ডিসেম্বরের ব্যাংকের ছুটির তালিকা

দেখতে দেখতে শেষের মাসে চলে এলো ২০২৩। বছরের অন্যান্য মাসের মতনই এই ডিসেম্বর মাসেও রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) জারি করেছে ব্যাংকের ছুটির তালিকা। আরবিআই দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ডিসেম্বর ২০২৩ এ সারা দেশে মোট ১৮ দিন ব্যাংকের ছুটি থাকবে। তাই এই মাসে ব্যাংকে যাওয়ার আগে এই ছুটির দিন গুলি একবার দেখে নিন।

ডিসেম্বর ২০২৩ এর ব্যাংকের ছুটির তালিকা

RBI দ্বারা জারি ডিসেম্বর ২০২৩ এর ছুটির তালিকা অনুযায়ী দেশ জুড়ে মোট ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এক্ষেত্রে খেয়াল রাখার বিষয়টি হলো যে, এই ১৮ দিনের মধ্যে ১৮ দিনই সব রাজ্যে অথবা সার্কেলে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। নির্দিষ্ট রাজ্য তথা সার্কেলের নির্দিষ্ট উৎসবের উপর নির্ভর করে এই ছুটি গুলি লাগু হবে।

ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গের ব্যাংকের ছুটির তালিকা

এই হিসাবে পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা সার্কেলে এই ১৮ দিনের মধ্যে মাত্র ৮ দিন ব্যাংকের ছুটি থাকবে। কলকাতা সার্কেলের এই ব্যাঙ্ক বন্ধের দিন গুলির তালিকা নিম্নরূপ:

  1. ৩রা ডিসেম্বর রবিবারের জন্য কলকাতা সহ গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  2. ৯ই ডিসেম্বর দ্বিতীয় শনিবারের জন্য কলকাতা সহ গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  3. ১০ই ডিসেম্বর রবিবারের জন্য কলকাতা সহ গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  4. ১৭ই ডিসেম্বর রবিবারের জন্য কলকাতা সহ গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  5. ২৩শে চতুর্থ শনিবারের জন্য কলকাতা সহ গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  6. ২৪শে রবিবারের জন্য কলকাতা সহ গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  7. ২৫শে ক্রিসমাসের জন্য কলকাতা সহ গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  8. ৩১শে রবিবারের জন্য কলকাতা সহ গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।

অন্যান্য রাজ্যের ব্যাংকের ছুটির তালিকা

উপরে উক্ত ছুটির দিন গুলিও ছাড়াও দেশের অন্যান্য রাজ্যে এবং সার্কেলে এই দিন গুলিতে ব্যাংকের ছুটি থাকবে।

  1. পয়লা ডিসেম্বর আদিবাসী বিশ্বাস দিবসের জন্য অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড রাজ্যের ব্যাঙ্ক গুলি বন্ধ থাকবে।
  2. ৪ঠা ডিসেম্বর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসবের জন্য গোয়ার ব্যাঙ্ক গুলি বন্ধ থাকবে।
  3. ১২ই ডিসেম্বর পা-টোগান নেংমিঞ্জা সাংমা উৎসবের জন্য মেঘালয় রাজ্যের ব্যাঙ্ক গুলি বন্ধ থাকবে।
  4. ১৩ই ডিসেম্বর লাসুং/ নামসুং সিকিম রাজ্যের ব্যাঙ্ক গুলি বন্ধ থাকবে।
  5. ১৪ই ডিসেম্বর লাসুং/ নামসুং সিকিম রাজ্যের ব্যাঙ্ক গুলি বন্ধ থাকবে।
  6. ১৮ই ডিসেম্বর ইউ সোসো থাম এর মৃত্যুবার্ষিকীর জন্য মেঘালয় রাজ্যের ব্যাঙ্ক গুলি বন্ধ থাকবে।
  7. ১৯শে ডিসেম্বর গোয়া মুক্তি দিবসের গোয়া রাজ্যের ব্যাঙ্ক গুলি বন্ধ থাকবে।
  8. ২৬শে ডিসেম্বর বড়দিনের জন্য মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয় রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  9. ২৭শে ডিসেম্বর বড়দিনের জন্য নাগাল্যান্ড রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  10. ৩০শে ডিসেম্বর ইউ কিয়াং নাংবাহ জন্য মেঘালয় রাজ্যের ব্যাঙ্ক গুলি বন্ধ থাকবে।
Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment