২২,০০০ টাকা মাসিক বেতনে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর, এখানে আবেদন করুন

পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি ভালো খবর। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর জেলা ভিত্তিক ল্যাবরেটরি টেকনিশিয়ান (Labratory Technician) পদের জন্য প্রকাশ করলো নিয়োগ বিজ্ঞপ্তি। রাজ্যের যেকোনো জেলা থেকেই প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। স্বাস্থ্য দফতরের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো।

wb health labratory technician recruitment

সবার আগে একনজরে চাকরির বিজ্ঞপ্তিটি দেখে নিন।

নিয়োগ সংস্থাস্বাস্থ্য দপ্তর
বিজ্ঞপ্তির নম্বরDH&FWS/DHDD/4003/2022-23
পদের নামল্যাবরেটরি টেকনিশিয়ান
মোট শূন্যপদ১৩ টি
বেতনপ্রতিমাসে ২২,০০০ টাকা
সংস্থার ওয়েবসাইটwbhealth.gov.in
অফিসিয়াল বিজ্ঞপ্তিClick Here
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম গ্রুপযুক্ত হন

পদের নাম (Post Name): জেলা স্বাস্থ্য কেন্দ্রে ল্যাবরেটরি টেকনিশিয়ান (Labratory Technician)

মোট শূন্যপদের সংখ্যা: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মোট উল্লেখিত শূন্য পদের সংখ্যা হলো ১৩ টি, যার মধ্যে ৬ টি জেনারেল ক্যাটাগরির প্রার্থীর জন্য, ৩ টি SC, ২ টি ST এবং ২ টি OBC ক্যাটাগরির প্রার্থীদের জন্য সংরক্ষিত করা রয়েছে।

বয়সসীমা: ল্যাবরেটরি টেকনিশিয়ান (Labratory Technician) পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয় (ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি) নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এর সাথে ওয়েস্ট বেঙ্গল সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে Medical Laboratory বিষয়ে ডিপ্লোমা করে থাকতে হবে। এছাড়া প্রার্থীর বেসিক কম্পিউটার নলেজ থাকা দরকার।

মাসিক বেতন: ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিযুক্ত হলে প্রার্থীদের প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন: যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট থেকে এপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে ভালোভাবে পূরণ করতে হবে। এর সাথে জরুরি ডকুমেন্ট এবং পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে ১৩/০৩/২০২৩ তারিখে বেলা ১১টার আগে সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে পৌঁছে রেজিস্ট্রেশন করতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

প্রয়োজনীয় ডকুমেন্টস: এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমানপত্র, জাতিগত শংসাপত্র, উচ্চ মাধ্যমিক মার্কশীট, ডিপ্লোমা সার্টিফিকেট, ভোটার কার্ড, আঁধার কার্ড, অভিজ্ঞতার সংশাপত্র এবং পাসপোর্ট সাইজের ছবি কাছে রাখতে হবে।

আবেদন ফি: জেনারেল প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য ৫০ টাকা এপ্লিকেশন ফি রাখা হয়েছে।

প্রার্থী নির্বাচন প্রক্রিয়া: এক্ষেত্রে কোনোরকম লিখিত পরীক্ষায় ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয় এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। নির্বাচন প্রক্রিয়া এবং Scale of Scoring সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি: ডাউনলোড করুন

আরও খবর পড়ুন: 👇👇👇

👉 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য শীঘ্রই আসতে চলেছে সুখবর, হোলির পরেই বাড়বে বেতন, জেনে নিন সর্বশেষ আপডেট

👉 Aadhaar-PAN Link: এখনও প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করানো হয়নি? জেনে নিন কেন এটি খুবই গুরুত্বপূর্ণ

👉 এবার থেকে এই ৫টি নগদ লেনদেনেও নোটিশ পাঠাবে আয়কর, জেনে নিন নতুন নিয়ম, নাহলে পরে সমস্যায় পড়তে হবে

👉 Small Business Ideas: এখন ঘরে বসেই আয় করতে পারবেন মহিলারা, জেনে নিন মহিলাদের জন্য সেরা ১০টি ব্যবসা

👉 ডিএ ধর্মঘট নিয়ে কড়া নবান্ন দফতর, আগামীকাল সরকারি কর্মীরা DA Strike ধর্মঘটে অংশ নিলে পাঠানো হবে শোকজ নোটিশ!

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment